আজকাল ওয়েবডেস্ক: পেশাদার টেনিসকে আলবিদা জানালেন রাফায়েল নাদাল। অবসান হল একটি স্বর্ণযুগের। রজার ফেডেরারের বিদায়ের পর বিগ থ্রির ব্যাটন ছিল স্প্যানিয়ার্ডের হাতে। নোভাক জকোভিচের সঙ্গে সেটা বয়ে নিয়ে যাচ্ছিলেন রাফা। কিন্তু শেষমেষ কোর্টের মায়া ত্যাগ করার সময় ঘনিয়ে এল। যে দিনটির কথা ভাবতে চাননি কোনওদিন, সেই দিনের মোকাবিলা করতে হল আধুনিক টেনিসের কিংবদন্তিকে। বিদায়বেলার নাদাল জানিয়ে দিলেন, উত্তরাধিকার রেখে যেতে পেরে সন্তুষ্ট তিনি। ম্যাচের পর দর্শকভরা স্টেডিয়ামে আবেগতাড়িত হয়ে পড়েন। নাদাল বলেন, 'উত্তরাধিকার রেখে যেতে পেরে মানসিকভাব আমি স্বস্তিতে। আমি অনেক ভালবাসা পেয়েছি। শুধুমাত্র কোর্টের পারফরম্যান্সের ওপর সেটা নির্ভর করলে বিগত বছরগুলোতে একই থাকত না। খেতাব, পরিসংখ্যান থাকবে। সবাই সেটা জানে। তবে আমি মানুষের মনে মালোরকার একটা ছোট গ্রামের একজন ভাল মানুষ হিসেবে ঠাই পেতে চাই। আমি যখন খুব ছোট ছিলাম, গ্রামে নিজের কাকাকে টেনিস কোচ হিসেবে পেয়েছি। এর জন্য আমি ভাগ্যবান। দারুণ পরিবার পেয়েছি যারা সবসময় আমার পাশে থেকেছে, সাপোর্ট করেছে। তাই আমি একজন ভাল মানুষ হিসেবে সকলের মনে থাকতে চাই। একজন বাচ্চা যে তাঁর স্বপ্ন তাড়া করেছে, এবং যা চেয়েছিল তার থেকে অনেক বেশি পেয়েছে।'
মালাগার মার্টিন কার্পেনা এরিনায় বিভিন্ন স্ক্রিন জুড়ে একটি ভিডিও মন্তাজ দেখানো হয়। সেখানে নাদালের টেনিস জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়। যার সাক্ষী থাকে ১০,০০০ টেনিস ভক্ত। ভিডিওতে রজার ফেডেরার, নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়াম সহ আরও টেনিস তারকারা তাঁর উদ্দেশে বার্তা দেন। এছাড়াও রাফাকে বিশেষ বার্তা দেন ইনিয়েস্তা এবং রাউল। ভিডিও দেখার পর নাদাল বলেন, 'পেশাদার টেনিসের জগৎ ছাড়ার সময় হয়ে গিয়েছে আমার। তবে যাত্রা পথে আমি প্রচুর ভাল বন্ধু পেয়েছি। আমি শান্ত থাকার চেষ্টা করছি। জীবনের পরবর্তী পর্ব গ্রহণ করতে শিখেছি। সবসময় আমার পরিবার আমার পাশে থাকে। আমার প্রয়োজনের খেয়াল রাখে।' স্পেন সহ বিশ্বের সমস্ত ফ্যানদের ধন্যবাদ জানান রাফা। প্যারিস তাঁর কাছে বরাবরই স্পেশাল। রোলা গারোঁয় ১৪টি খেতাব জেতেন। তাই বিশেষ ফেয়ারওয়েল পেলেন। আইফেল টাওয়ারের সামনে প্যারিসের রাতের আকাশে ভেসে ওঠে নাদালের ছবি।
