আজকাল ওয়েবডেস্ক: কাউন্টিতে দুর্দান্ত শুরু তিলক বর্মার। হ্যাম্পশায়ারের হয়ে অভিষেক ম্যাচেই শতরান। এসেক্সের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৯৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন শতরান সম্পূর্ণ করেন ২২ বছরের তারকা। তবে সেঞ্চুরির পরই আউট হন তিনি। আর কোনও রান যোগ করতে পারেননি। সাইমন হার্মারের বোলিংয়ে ডিন এলগারের হাতে ধরা পড়েন। এদিন কঠিন সময় নেমে শতরানে প্রমাণ করলেন, তিনি শুধুই বিগ হিটার নয়। ধৈর্যশীল ইনিংস খেলারও ক্ষমতা রাখেন তিনি। ক্রিজে যখন আসেন, বিপক্ষের বোলার হ্যাটট্রিক বল করতে চলেছে। তিনি নেমে একটা দিক ধরে নেন। ২৪১ বল খেলে শতরান করেন।
ভারতের জার্সিতে তিলক চারটে একদিনের ম্যাচ খেলেছে। ২৫টি টি-২০ খেলেছে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নজর কাড়েন। তবে খুব বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেননি। মাত্র ১৮টি ম্যাচ খেলেন। শতরানের পর তিলক বলেন, 'টেস্ট ক্রিকেট আমার ফেভারিট। আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। টি-২০তে আমার ব়্যাঙ্কিং তিন। সবাই ভাবে আমি টি-২০ বিশেষজ্ঞ। তবে বেশ কিছুদিন ধরে আমি বলছি, আমি ভাল টেস্ট ব্যাটার। আমি চ্যালেঞ্জ পছন্দ করি।' কাউন্টিতে শতরান করেই টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ করলেন বাঁ হাতি। হ্যাম্পশায়ারের হয়ে চারটে কাউন্টি ম্যাচ খেলবেন তিলক।
