আজকাল ওয়েবডেস্ক: সরফরাজ খানকে কী আর ভারতের হয়ে টেস্ট খেলতে দেখা যাবে? অনিশ্চয়তা থাকছেই। কারণ বর্ডার গাভাসকার ট্রফিতে সুযোগ পাননি সরফরাজ। এদিকে, ভারত আবার টেস্ট খেলবে সেই জুনে। খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেটাও ওদের মাঠে গিয়ে। ভীষণ কঠিন হবে সেই সিরিজ।
গত দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলেও এবার ব্যর্থ। ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেল শুরু হবে চলতি বছরের জুনে। ২০২৭ সালে ভারত যাতে ফাইনালে উঠতে ও জিততে পারে তার জন্য এখন থেকেই পরিকল্পনা করে নিতে চান নির্বাচকরা। আর সেই পরিকল্পনায় সরফরাজকে দেখা যাচ্ছে না।
এমনিতেই বিরাট ও রোহিতের টেস্ট কেরিয়ার সায়াহ্নে পৌঁছে গেছে। তবে নির্বাচকদের হাতে অনেক বিকল্প আছে। আর সরফরাজের ক্ষেত্রে বলা হচ্ছে ভাল মানের জোরে বোলিং খেলায় দুর্বলতা রয়েছে মুম্বইয়ের ব্যাটারের। সূত্রের খবর, সেই কারণেই হয়ত ইংল্যান্ড সফরে দলে নেওয়া হবে না সরফরাজকে।
পুণে ও মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেই বোঝা গেছে, জোরে বোলিং খেলায় দুর্বলতা রয়েছে সরফরাজের। আর এই কারণেই তাঁকে বর্ডার গাভাসকার ট্রফিতে নেওয়া হয়নি।
এছাড়াও সরফরাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি একাধিক সময় নিয়ম মানতে চান না। বিতর্কিত চরিত্র। সূত্রের আরও খবর, নিউজিল্যান্ড সিরিজে তিনি যেভাবে আউট হয়েছেন, সেটাই আরও অবাক করেছে নির্বাচকদের। তার উপর নির্বাচকদের নজরে এখন রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, রজত পতিদার ও শ্রেয়স আইয়ার। এছাড়াও তালিকায় রয়েছেন সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল ও বাংলার অভিমন্যু ঈশ্বরণ। পেসার অর্শদীপ সিংকেও এবার টেস্ট দলে দেখতে চাইছেন নির্বাচকরা।
