আজকাল ওয়েবডেস্ক: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম খেলার উপযুক্ত। কিন্তু মন্দ আলোর জন্য তৃতীয় দিনের খেলা শুরু করা সম্ভব হচ্ছে না। 

রবিবার সকাল ১০টায় একবার মাঠ পর্যবেক্ষণ করেন দুই আম্পায়ার। তাঁরা  মিড অফ, কভার, গালি, প্রথম ও দ্বিতীয় স্লিপ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।  জানান  বেলা বারোটার সময়ে পরবর্তী মাঠ পর্যবেক্ষণ। সেই মতোই দুই আম্পায়ার মাঠের পরিস্থিতি দেখার পরে জানিয়ে দেন পরবর্তী পর্যবেক্ষণ দুপুর ২টোয়। 

সকাল থেকে বৃষ্টি হয়নি কানপুরে। বেলা ২টোয় পরবর্তী পর্যবেক্ষণের পরে আম্পায়াররা কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার। কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করে দেন আম্পায়াররা।

প্রথম দিন থেকেই বৃষ্টি লাল চোখ দেখাচ্ছে। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলা হয়নি। সেই সময়ে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১০৭। সেই একই রান রয়েছে। ক্রিকেটপ্রেমীরা চাইছেন তৃতীয় দিন ব্যাট-বলের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন।