আজকাল ওয়েবডেস্ক: হতাশা বয়ে আনছে কানপুর টেস্ট। রবিবার টেস্টের তৃতীয় দিনে এক বলও খেলা হল না। পরিত্যক্ত ঘোষিত হল। 

দ্বিতীয় দিনও খেলা হয়নি। কানপুর টেস্ট ড্রয়ের দিকেই ঢলছে। দফায় দফায় মাঠ পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা। রবিবার সকাল থেকে বৃষ্টি হয়নি কানপুরে। তবুও তৃতীয় দিন কেন খেলা হল না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। 

ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা এদিনও হোটেল থেকে মাঠে আসেননি। দুই দলকেই জানিয়ে দেওয়া হয় আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হচ্ছে না। কিন্তু দুপুর ১২টায় মাঠ পর্যবেক্ষণের পরে আম্পায়াররা জানান মন্দ আলোর জন্য খেলা চালু করা সম্ভব হচ্ছে না। 

প্রথম দিন থেকেই বৃষ্টি লাল চোখ দেখাচ্ছে। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলা হয়নি। সেই সময়ে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১০৭। সেই একই রান রয়েছে। ক্রিকেটপ্রেমীরা চাইলেও ব্যাট-বলের লড়াই দেখা গেল না রবিবারের কানপুরে।