আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। রবিবারের ফাইনালে ভারত ২৫২ রান তাড়া করতে নেমে রোহিত শর্মার মারমুখী ব্যাটিংয়ে জয় হাসিল করে নিয়েছে। ম্যাচের সেরাও হয়েছেন হিটম্যান। 

কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের চ্যাম্পিয়ন্স ট্রফির টিম অফ দ্য টুর্নামেন্ট দলে সুযোগ পাননি রোহিত শর্মা।  

অশ্বিনের সেরা একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন রাচীন রবীন্দ্র ও বেন ডাকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা প্লেয়ার হয়েছেন রাচীন রবীন্দ্র। চারটি ম্যাচে ২৬৩ রান করেন তিনি। ডাকেট করেন ২২৭ রান। 

অশ্বিনের দলের তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরির পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অনবদ্য ৮৪ রানের ইনিংস খেলেন কোহলি। অশ্বিনের দলের চারে ব্যাট করবেন শ্রেয়স আইয়ার। রাচীন রবীন্দ্রর পরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রেয়স আইয়ার। 

ভারতের প্রাক্তন অফস্পিনারের দলে রয়েছেন, জশ ইংলিস, ডেভিড মিলার, আজমাতুল্লাহ ওমরজাই, মাইকেল ব্রেসওয়েল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং ম্যাচ হেনরি। দ্বাদশ ব্যক্তি মিচেল স্ট্যান্টনার। 

অশ্বিনের সেরা একাদশ: রাচীন রবীন্দ্র, বেন ডাকেট, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, জশ ইংলিস, ডেভিড মিলার, আজমাতুল্লাহ ওমরজাই, মাইকেল ব্রেসওয়েল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ম্যাট হেনরি। দ্বাদশ ব্যক্তি-মিচেল স্যান্টনার।