আজকাল ওয়েবডেস্ক: ওজনের জন্য প্যারিস অলিম্পিক থেকে বাতিল হয়েছেন ভিনেশ ফোগাত। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ছিটকে যেতে হয়েছে ভারতীয় কুস্তিগিরকে। কয়েকঘন্টার মধ্যে বদলে যায় পরিস্থিতি। আগের দিন রাতে সোনা বা রুপো নিশ্চিত ছিল। কিন্তু বুধবার দুপুরে জানা যায়, প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হবে ভিনেশকে। যার কঠোর প্রতিবাদ জানিয়ে আবেদন করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। আসরে নেমেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত বদলের আশা ছাড়ছেন না পিটি ঊষারা। ভিনেশের অলিম্পিক থেকে বিদায় নেওয়ার অপ্রত্যাশিত ঘটনার মন ভেঙেছে গোটা দেশের। তারইমধ্যে সাইনা নেওয়াল দাবি করে বসলেন, এই ঘটনায় দোষ রয়েছে ভিনেশ ফোগাতেরও।
সাইনা বলেন, 'গত দু'তিন দিন ধরে আমি ওকে সমর্থন করছিলাম। এই মুহূর্তের জন্য প্রত্যেক প্লেয়ার টেনিং করে, প্রস্তুতি নেয়। আমি ওর মনের অবস্থা বুঝতে পারছি। একজন অ্যাথলিট হিসেবে সেটা কথায় ব্যাখ্যা করতে পারব না। হয়তো ওজন হঠাৎ করেই বেড়ে গিয়েছে। ও একজন লড়াকু অ্যাথলিট। প্রতিবার অনবদ্য কামব্যাক করেছে। পরের বার পদক নিশ্চিত করবে। ও অভিজ্ঞ অ্যাথলিট। কোনটা ঠিক, কোনটা ভুল জানে। কুস্তির বিস্তারিত আমি কিছু জানি না। অলিম্পিকে কোনও আবেদন জানানো হয়েছে কিনা জানি না। যার ফলে রাতারাতি পরিস্থিতি বদলে গিয়েছে। ও নিয়মকানন জানে। আমি জানি না ও কী ভুল করেছে। তাও আবার ফাইনালের দিন। আমি সবসময় ওকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। সবসময় নিজের ১০০ শতাংশ দেয়।'
মঙ্গলবার সকালে তাঁর ওজন ঠিক ছিল। রাতে সেটা রাতারাতি কীভাবে ২ কেজি বেড়ে গেল সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই পর্যায়ে এমন ভুল মেনে নিতে পারছেন না সাইনা। যার ফলে খুবই অবাক ব্যাডমিন্টনে ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী। সাইনা বলেন, 'সাধারণত এই পর্যায় কোনও অ্যাথলিট এরকম ভুল করে না। কীভাবে এটা হল সেই নিয়ে প্রশ্নচিহ্ন আছে। কারণ ওর স্বপ্ন আকাশছোঁয়া। ওর এতজন কোচ, ট্রেনার এবং ফিজিও আছে। সবাই নিশ্চয়ই খুবই হতাশ। আমি কুস্তির সব নিয়ম জানি না। একজন অ্যাথলিট হিসেবে আমার খারাপ লাগছে। এমন নয় যে ও নিজের প্রথম অলিম্পিক খেলছে। এটা ওর তৃতীয় অলিম্পিক। একজন অ্যাথলিট হিসেবে ওর নিয়ম জানা উচিত। যদি কোনও ভুল হয়ে থাকে, সেটা কীভাবে হল জানি না। এরকম বড় মঞ্চে আর কোনও কুস্তিগিরের ক্ষেত্রে ওজন বেশির জন্য অলিম্পিক থেকে বাতিল হতে দেখিনি। ও অভিজ্ঞ। কোথাও ও নিজেও হয়তো কোনও ভুল করে ফেলেছে। নিজেরও দোষ স্বীকার করে নেওয়া উচিত। এত বড় একটা ম্যাচের আগে, এমন মারাত্মক ভুল ঠিক নয়।'
এখানেই থামেননি সাইনা। আরও বলেন, 'ও এশিয়ান গেমস চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন। এত বড় একটা ম্যাচের আগে ও নিজেও জানত একটা নির্দিষ্ট ওজন ধরে রাখতে হবে ওকে। কী করে এমন ভুল হল তার জবাব একমাত্র ভিনেশ এবং তাঁর কোচ দিতে পারবে। তবে আমরা একটা নিশ্চিত পদক হাতছাড়া করলাম বলে আমি হতাশ। আমি ওদের মনের অবস্থা বুঝতে পারছি। এবার ওদের উত্তর দেওয়া উচিত। হয়তো ভুল করেই কিছু হয়ে গিয়েছে। ও ফাইনালে ওঠার পর ওর কোচরা কাঁদছিল। কী হয়েছে সেটা ওরাই ভাল বলতে পারবে।' রাতারাতি ভিনেশের ২ কেজি ওজন বাড়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন সাইনা নেওয়াল।
সাইনা বলেন, 'গত দু'তিন দিন ধরে আমি ওকে সমর্থন করছিলাম। এই মুহূর্তের জন্য প্রত্যেক প্লেয়ার টেনিং করে, প্রস্তুতি নেয়। আমি ওর মনের অবস্থা বুঝতে পারছি। একজন অ্যাথলিট হিসেবে সেটা কথায় ব্যাখ্যা করতে পারব না। হয়তো ওজন হঠাৎ করেই বেড়ে গিয়েছে। ও একজন লড়াকু অ্যাথলিট। প্রতিবার অনবদ্য কামব্যাক করেছে। পরের বার পদক নিশ্চিত করবে। ও অভিজ্ঞ অ্যাথলিট। কোনটা ঠিক, কোনটা ভুল জানে। কুস্তির বিস্তারিত আমি কিছু জানি না। অলিম্পিকে কোনও আবেদন জানানো হয়েছে কিনা জানি না। যার ফলে রাতারাতি পরিস্থিতি বদলে গিয়েছে। ও নিয়মকানন জানে। আমি জানি না ও কী ভুল করেছে। তাও আবার ফাইনালের দিন। আমি সবসময় ওকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। সবসময় নিজের ১০০ শতাংশ দেয়।'
মঙ্গলবার সকালে তাঁর ওজন ঠিক ছিল। রাতে সেটা রাতারাতি কীভাবে ২ কেজি বেড়ে গেল সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই পর্যায়ে এমন ভুল মেনে নিতে পারছেন না সাইনা। যার ফলে খুবই অবাক ব্যাডমিন্টনে ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী। সাইনা বলেন, 'সাধারণত এই পর্যায় কোনও অ্যাথলিট এরকম ভুল করে না। কীভাবে এটা হল সেই নিয়ে প্রশ্নচিহ্ন আছে। কারণ ওর স্বপ্ন আকাশছোঁয়া। ওর এতজন কোচ, ট্রেনার এবং ফিজিও আছে। সবাই নিশ্চয়ই খুবই হতাশ। আমি কুস্তির সব নিয়ম জানি না। একজন অ্যাথলিট হিসেবে আমার খারাপ লাগছে। এমন নয় যে ও নিজের প্রথম অলিম্পিক খেলছে। এটা ওর তৃতীয় অলিম্পিক। একজন অ্যাথলিট হিসেবে ওর নিয়ম জানা উচিত। যদি কোনও ভুল হয়ে থাকে, সেটা কীভাবে হল জানি না। এরকম বড় মঞ্চে আর কোনও কুস্তিগিরের ক্ষেত্রে ওজন বেশির জন্য অলিম্পিক থেকে বাতিল হতে দেখিনি। ও অভিজ্ঞ। কোথাও ও নিজেও হয়তো কোনও ভুল করে ফেলেছে। নিজেরও দোষ স্বীকার করে নেওয়া উচিত। এত বড় একটা ম্যাচের আগে, এমন মারাত্মক ভুল ঠিক নয়।'
এখানেই থামেননি সাইনা। আরও বলেন, 'ও এশিয়ান গেমস চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন। এত বড় একটা ম্যাচের আগে ও নিজেও জানত একটা নির্দিষ্ট ওজন ধরে রাখতে হবে ওকে। কী করে এমন ভুল হল তার জবাব একমাত্র ভিনেশ এবং তাঁর কোচ দিতে পারবে। তবে আমরা একটা নিশ্চিত পদক হাতছাড়া করলাম বলে আমি হতাশ। আমি ওদের মনের অবস্থা বুঝতে পারছি। এবার ওদের উত্তর দেওয়া উচিত। হয়তো ভুল করেই কিছু হয়ে গিয়েছে। ও ফাইনালে ওঠার পর ওর কোচরা কাঁদছিল। কী হয়েছে সেটা ওরাই ভাল বলতে পারবে।' রাতারাতি ভিনেশের ২ কেজি ওজন বাড়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন সাইনা নেওয়াল।
