আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের আগে কোহলির এই বিরাট বক্তব্যে আলোড়ন তৈরি হয়েছে দেশের ক্রিকেটমহলে। 

দেশের বাইরেও কি আলোড়ন তৈরি হয়নি? ইংল্যন্ডের প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপের সরকারি সোশ্যাল মিডিয়া পোস্টে কোহলিকে কটাক্ষ করা হয়েছে। 

সংশ্লিষ্ট পেজ থেকে একটি ভিডিও শেযার করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতিতে তাদের ফাস্ট বোলাররা ব্যাটারদের উইকেট ভেঙে দিচ্ছেন, কখনও আবার লাফিয়ে ওঠা বল সামলাতে না পেরে ব্যাটসম্যান উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হচ্ছেন। সেই পেজ থেকে লেখা হয়েছে, আমরা তোমাকে দোষ দিচ্ছি না বিরাট। 

?ref_src=twsrc%5Etfw">May 10, 2025

 

অর্থাৎ তারা বোঝাতে চেয়েছেন, ইংল্যান্ডে এলে ভয়ঙ্কর পেসারদের সামলানো কোহলির পক্ষে কঠিন হবে। একপ্রকার ভয় পেয়েই কোহলি টেস্ট থেকে অবসর নেবেন বলে স্থির করেছেন। 

ইংল্যান্ডে স্মরণীয় পারফরম্যান্স নেই কোহলির। ১৭টি ম্যাচ থেকে ১০৯৬ রান করেছেন কোহলি। দুটো একশো এবং পাঁচটা পঞ্চাশ রয়েছে। বলার মতো পারফরম্যান্স বলতে ২০১৮ সালে। সেবার প্লেয়ার অফ দ্য সিরিজ মনোনীত হয়েছিলেন কোহলি। দশ ইনিংস থেকে ৫৯৩ রান করেছিলেন কোহলি। ২টো সেঞ্চুরি এবং তিনটি পঞ্চাশ করেছিলেন তিনি। এবারের ইংল্যান্ড সফরের আগে রোহিত শর্মা অবসর গ্রহণ করেছেন। কোহলিও ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি টেস্ট থেকে সরে যেতে চান। এই সুযোগে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কোহলিকে কটাক্ষ করল।