আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ তে বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট দলের জয়ে কাজে লাগেনি। তবে নিজের বোলিংয়ে খুশি টিম ইন্ডিয়ার রহস্য স্পিনার। ভারত হারলেও ম্যাচের সেরা হন কেকেআরের তারকা। ম্যাচ শেষে বরুণ বলেন, 'এই ম্যাচ জিততে না পারায় দুঃখিত। তবে টি-২০ ক্রিকেট এমনই। আমাদের এগিয়ে যেতে হবে। অবশ্যই দেশের হয়ে খেলার সময় কিছু দায়িত্ব, দায়বদ্ধতা থাকে। সবাই জয়ের আশা করে।' ২৪ রানে ৫ উইকেট তুলে নেন বরুণ। জানিয়ে দিলেন, আন্তর্জাতিক টি-২০ তে এটাই তাঁর সেরা বোলিং। তবে তিনি মনে করেন, এখনও উন্নতির অনেক জায়গা আছে। নিজের বোলিং আরও ধারাল করতে, ফ্লিপার রপ্ত করার চেষ্টা করছেন। বরুণ বলেন, 'আমি ফ্লিপার রপ্ত করার চেষ্টা করছি। ঠিকঠাকই হচ্ছে। এই মঞ্চে এবং পর্যায় এটাই আমার সেরা বোলিং। তবে আরও উন্নতির অবকাশ রয়েছে।' 

প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ইংল্যান্ড। মনে হয়েছিল, রাজকোটের ব্যাটিং উইকেটে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যাবে ভারত। কিন্তু নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৫ রানে থামে টিম ইন্ডিয়া। ২৬ রানে হারে। ব্যবধান কমিয়ে ২-১ করে ইংল্যান্ড। চার ওভারে ইংল্যান্ডের ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করেন বরুণ। টি-২০ ক্রিকেটে দ্বিতীয়বার পাঁচ উইকেট পান কেকেআরের রহস্য স্পিনার। কলকাতা এবং চেন্নাইয়ে সিরিজের প্রথম দুটো ম্যাচ জেতে ভারত। শুক্রবার পুনেতে চতুর্থ ম্যাচ। ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে সিরিজের শেষ ম্যাচ। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে উড়ে যাবে ভারতীয় দল।