আজকাল ওয়েবডেস্ক: আইএসএলেই তারকা লিস্টন কোলাসো, আশিকরা। বিদেশি দলের বিরুদ্ধে তাঁদের খুঁজে পাওয়া যায় না। তাঁরাই হয়ে যান ফ্লপ। 

১০ জুন হংকংয়ের কাওলুন সিটিতে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হতে চলেছে ভারত। সেই ম্যাচের প্রস্তুতির অঙ্গ হিসেবে বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেমেছিল ভারত। সেই ম্যাচে ভারত হারল ২-০ গোলে। গোল সংখ্যা আরও বাড়তেই পারত। কখনও আনোয়ার আলির ট্যাকল, কখনও বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো গোল নষ্ট করায় থাইল্যান্ড গোলসংখ্যা আরও বাড়াতে পারেনি। 

এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি কলকাতায় সেরেছে মানোলো মার্কেজের ভারত। কিন্তু প্রীতি ম্যাচেই যা নমুনা দেখালেন সন্দেশরা, তাতে অনেকেই বলবেন, এরা আইএসএলের পৃথিবীতে হিরো। 

দুই অর্ধে দুই গোল দিল থাইল্যান্ড। ভারতের খেলায় ছিল না কোনও কামড়। বোঝাপড়াই তৈরি হয়নি। বিদেশের মাটিতে খেলতে যাওয়ার আগে সন্তোষ জয়ী বাংলা দলকে কষ্ট করে হারিয়েছিল মানোলোর ভারত। থাইল্যান্ডের বিরুদ্ধে সেই ছন্নছাড়া ভারত। অনেকেই ধ্বনি তুললেন, এর জন্য বিদেশি কোচের দরকার নেই। 

প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে হাত মেলানো দূরত্ব থেকে লিস্টন কোলাসো গোলকিপারের গায়ে মারলেন। সুনীল ছেত্রীর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। একবার তাঁকে পেনাল্টি বক্সে ফেলেও দেওয়া হয়। পেনাল্টি আবেদন করেন ছেত্রী। ৭৬ মিনিট পর্যন্ত তিনি মাঠে ছিলেন। চল্লিশের সুনীল এখনও দেশের একনম্বর স্ট্রাইকার। সেই ভারত কতদূর এগোতে পারবে, তা নিয়েই সন্দিহান অনেকে।