আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় রদবদল। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ উঠে প্রথম দশে চলে এলেন। ডারবান টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংসে ৭০ ও ১১৩ রান করেন বাভুমা। আর পিঙ্ক বল টেস্টের আগে ১৪ ধাপ নেমে গেলেন বিরাট।
 
 প্রথম দশে আরও কিছু বদল হয়েছে। ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক চলে এসেছেন দুই নম্বরে। শীর্ষে যথারীতি জো রুট। তবে রুটের সঙ্গে ব্রুকের পয়েন্টের ব্যবধান মাত্র ৪১। তিনে আছেন কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসন। চারে ভারতের যশস্বী জয়সোয়াল। পাঁচে আছেন ফের এক কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেল। ছয়ে ভারতের ঋষভ পন্থ। সাতে আছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। আটে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। নয়ে রয়েছেন পাকিস্তানের সওদ শাকিল। আর দশে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা।
 
 ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭১ রান করে দুইয়ে উঠে এলেন হ্যারি ব্রুক। আর ব্রুকের উত্থানের জন্যই দুই থেকে চারে চলে গেলেন যশস্বী।
 
 বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি জসপ্রীত বুমরা। দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। এরপর আছেন যথাক্রমে জশ হ্যাজলেউড ও রবিচন্দ্রন অশ্বিন। তবে মার্কো জ্যানসেন ১১ উইকেট নিয়ে কেরিয়ারের সেরা ৯ নম্বরে উঠে এসেছেন। আর ছয়ে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
