আজকাল ওয়েবডেস্ক:‌ পারথে প্রথম ম্যাচে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। হাতে রয়েছে আর দুটি ম্যাচ। সিরিজে ফিরতে হলে এডিলেডে ভারতকে জিততেই হবে। এদিকে, হারের পর ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, কুলদীপ যাদবকে দলে না নিয়ে ভুল করেছে ভারত। দ্বিতীয় ওয়ানডে’তে কি সুযোগ পাবেন এই ‘চায়নাম্যান’ বোলার? এরই মধ্যে জানা গিয়েছে, জয়ে ফিরতে দ্বিতীয় ওয়ানডে’তে নতুন ছক কষেছেন গুরু গম্ভীর। সূত্রের খবর, জোড়া তারকাকে ছাড়াই নামতে চলেছে ভারত। 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম এগারোয় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে কুলদীপ যাদবের। তবে তাঁর জায়গায় কে বাদ পড়বেন, তা এখনও জানা যায়নি। ক্রিকেট মহলের একাংশের দাবি, দ্বিতীয় ওয়ানডে’তে কুলদীপ দলে আসবেন ওয়াশিংটন সুন্দরের জায়গায়। তবে, নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।


অন্যদিকে, হর্ষিত রানার জায়গাও টলমল। দিল্লির এই পেসার প্রথম ম্যাচে ব্যাট–বল উভয় ক্ষেত্রেই হতাশ করেছেন। সোশাল মিডিয়ায় যা নিয়ে রীতিমতো ট্রোলের শিকারও হয়েছেন তিনি। অনেকেরই মন্তব্য, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের স্নেহভাজন বলেই তিনি বারবার ভারতীয় দলে সুযোগ পান। সূত্রের খবর, হর্ষিত রানার জায়গায় দলে ঢুকতে পারেন প্রসিধ কৃষ্ণা। ২৯ বছর বয়সি এই পেসার এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে’তে ২৯ উইকেট পেয়েছেন। গত আইপিএলে কর্নাটকের এই ক্রিকেটার সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন। ইংল্যান্ড সিরিজের ওভাল টেস্টে ৬ রানে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি।