আজকাল ওয়েবডেস্ক: কোহলির বিরাট সেঞ্চুরি। প্রথম ওয়ানডেতে ভারত ১৭ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। কোহলির দুরন্ত ইনিংসে মোহিত তাঁর সতীর্থরা। তিলক ভার্মার মতো উঠতি তারকা বলেছেন, খুব কাছ থেকে দেখা কোহলির এই ইনিংস তাঁর কাছে স্পেশাল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সরকারি ওয়েবসাইটে তিলক ভার্মা বলেন, ''অন্যতম সেরা ইনিংস দেখলাম আবার। অত্যন্ত খুশি যে বিরাট ভাইয়ের একশো লাইভ দেখলাম।'' 

তিনি আরও বলেছেন, ''গত ১৭ বছর ধরে মাঠে, ব্যাটিং, ফিল্ডিং, সব কিছুতেই সবসময়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আসছে। বিরাট ভাই সেরা। ওঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। সরাসরি তাঁর খেলা দেখাটা আনন্দের ব্যাপার। বিরাট ভাইয়ের  সঙ্গে কথা বলব এবং শেখার চেষ্টা করব। আগামী খেলাগুলোতে সুযোগ পেলে আমি তা কাজে লাগানোর চেষ্টা করব।'' 

কোহলি নেতা থাকার সময়ে 
কুলদীপ যাদবের কেরিয়ার শুরু হয়েছিল। রাঁচিতে কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি দেখার পরে পুরনো কোহলিকে মনে পড়ে যাচ্ছে কুলদীপের।  তিনি বলছেন, ''বিরাট ভাই ক্যাপ্টেন থাকার সময়ে আমার কেরিয়ার শুরু হয়েছিল। যেভাবে ব্যাট করল, তাতে মনে হচ্ছে ৮-৯ বছর পিছিয়ে গিয়েছি। ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ জুড়ে যেভাবে ব্যাট করেছে, এখানেও সেভাবে ব্যাট করল।'' 

কেরিয়ারের এই পড়ন্ত বেলাতেও কোহলি দেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড। দক্ষিণ আফ্রিকার এই বোলারদের সামলাতেই ইডেন-গুয়াহাটিতে ভারতীয় ব্যাটারদের মাথার ঘাম পায়ে ফেলার জোগাড়। আর ভারতীয় ক্রিকেটের দুই 'বুড়ো ঘোড়া' দুঃস্বপ্ন হয়ে ধরা দিলেন প্রোটিয়া ব্রিগেডের কাছে। রোহিত শর্মা ৫৭ রান করে থেমে গেলেন। বিরাট কোহলি থামলেন না। তিনি সেঞ্চুরি করলেন, দেশের শ্বাসপ্রশাস জুড়ে আজ কেবলই বিরাট কোহলি। ৮৩ নম্বর সেঞ্চুরি করে ফেললেন তিনি। এরপরেও কি গম্ভীর ২০২৭ বিশ্বকাপের জন্য ভাববেন না কোহলির নাম? 

কোহলির গাণ্ডীব এখনও ত্রাস সৃষ্টিকারী বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। স্টেপ আউট করে তিনি ছক্কা হাঁকিয়েছেন। পরপর উইকেট পরার সময়ে তিনি একদিক ধরে রেখেছিলেন। অনুজ ক্রিকেটারকে পরামর্শ দিয়েছেন। আবার তাঁর রানিং বিটুইন দ্য উইকেট দেখে কে বলবে তিনি এখন ৩৭। 

তবুও তাঁকে দেখে মনে হচ্ছে না তাঁর বয়স হচ্ছে। অবশ্য বয়স তো কেবল একটা সংখ্যামাত্র।