আজকাল ওয়েবডেস্ক: ওয়ানডের পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করছেন রোহিত শর্মা। কিন্তু আক্রমণের রাস্তা নিতে গিয়ে তা ঝুঁকির হয়ে যাচ্ছে। ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর ফাইনালের আগে পরামর্শ দিয়েছেন রোহিতকে। দীর্ঘ সময় উইকেটে থাকার পরামর্শ দিচ্ছেন সানি।

টেস্ট ফরম্যাটে ব্যর্থ হয়েছিলেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ব্যাট কিন্তু গর্জে ওঠেনি। টুর্নামেন্টে চার ম্যাচে হিটম্যানের সংগ্রহ মাত্র ১০৪ রান।

চারদিকে রোহিতকে নিয়ে যখন গেল গেল রব উঠছে, তখন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর সমালোচকদের তোপ দেগে বলেন, সংখ্যা নয়,রোহিত শর্মাকে তাঁরা মূল্যায়ন করেন তাঁর প্রভাব দিয়ে।  

গাভাসকর কিন্তু অন্য ভাবে বিষয়টা দেখছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের আগে রোহিতের অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ে বের পড়ানোর পরামর্শ দিচ্ছেন সানি। তিনি বলেন,উইকেটে টিকে থাকলে রোহিত একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন। গাভাসকর বলছেন, ''গত দু'বছর ধরে রোহিত অতিরিক্ত আক্রমণাত্মক। বিশ্বকাপে এই কৌশল অবলম্বন করেছে। কিছু ক্ষেত্রে সাফল্য পেয়েছে। কিন্তু রোহিত অত্যন্ত মেধাবী খেলোয়াড়। বিবিধ  শট খেলতে পারে, যা অনেকেই পারে না।'' 

লিটল মাস্টার আরও বলছেন, ''রোহিত ২৫ ওভার ব্যাট করলে ভারতের রান হবে ১৮০ থেকে ২০০। কল্পনা করে দেখুন, সেই সময়ে ভারত যদি একটা-দুটো উইকেট হারায়, তাহলে সাড়ে তিনশোর কাছাকাছি স্কোর করবে ভারত।'' 

হিটম্যানের ব্যাটিংয়ের ধরন দেখে আশঙ্কিত গাভাসকর। তিনি বলছেন, ''শুরু থেকে আক্রমণাত্মক খেলা এক ব্যাপার, কিন্তু ২৫-৩০ ওভার ব্যাট করার বিচক্ষণতা দেখাতে হবে। রোহিত যদি এই সময়টা কাটিয়ে দিতে পারে, তাহলে যে কোনও প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ বের করে নেবে।''

গাভাসকরের প্রশ্ন, ২৫-৩০ রান করেই কি খুশি রোহিত? ফাইনালের আগে সানির পরামর্শ, ''সাত,আট বা ন' ওভারের পরিবর্তে ২৫ ওভার ব্যাট করার চেষ্টা করো, তাহলে দলের উপরে তোমার প্রভাব আরও বেশি হবে।''