আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গতবার আইপিএল খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবার শ্রেয়স আইয়ারকেই ছেড়ে দিয়েছে তারা। রিটেনশন তালিকায় রাখা হয়নি তাঁকে। কিন্তু কেন ছেড়ে দেওয়া হল শ্রেয়স আইয়ারকে?

কারণ কিছু জানায়নি কেকেআর। কিন্তু ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর মনে করেন, ''কেকেআর আইপিএল জিতল  শ্রেয়সের নেতৃত্বে। আমার অনুমান টাকার অঙ্ক নিয়ে কেকেআরের সঙ্গে মেলেনি শ্রেয়সের। সেই কারণেই হয়তো শ্রেয়সকে ধরে রাখেনি কেকেআর।'' 

শ্রেয়স আইয়ারের বেস প্রাইস ছিল ২ কোটি। গত মরশুমে আইয়ারের পারফরম্যান্স ভালই ছিল। ১৪টি ইনিংসে ৩৫১ রান করেন। নিলামের আগে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিলেও লিটল মাস্টার মনে করেন, ''শ্রেয়স আইয়ার যখনই নিলামে আসবে, কেকেআর ওকে পাওয়ার জন্য ঝাঁপাবে। কেকেআর শ্রেয়সের জন্য বিড না করলেও, দিল্লি ওর জন্য বিড করবেই।''

গাভাসকর মনে করেন, দিল্লি শ্রেয়সকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে নিলামে। লিটল মাস্টার বলছেন, ''দিল্লি ওকে চাইছে। কারণ দিল্লির একজন নেতা দরকার। ঋষভ পন্থকে পাওয়া না গেলে শ্রেয়স আইয়ারকে পাওয়ার জন্যই চেষ্টা করবে দিল্লি।''

শ্রেয়স আইয়ার ২০২২ সালে কেকেআর-এ যোগ দিয়েছিলেন। চোটের জন্য ২০২৩ সালে নামতেই পারেননি শ্রেয়স আইয়ার। গতবার তাঁর অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন হয় কলকাতা। এবার সেই তাঁকেই ছেড়ে দেওয়া হল।