আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত কারণের জন্য সম্ভবত বর্ডার–গাভাসকার ট্রফির প্রথম দুটো টেস্ট খেলবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর, রোহিতের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাই তিনি প্রথম দুটো টেস্টে খেলতে পারবেন না। এদিকে, সুনীল গাভাসকার মনে করছেন, পাঁচ টেস্টের সিরিজে যদি প্রথম দুটো বা তিনটে টেস্ট রোহিত খেলতেই না পারেন, তাহলে বাকি টেস্টে শুধু প্লেয়ার হিসেবেই খেলুন রোহিত। সহ অধিনায়কই অধিনায়কের দায়িত্ব সামলান।
গাভাসকারের কথায়, ‘শুনতে পাচ্ছি প্রথম দুটো টেস্টে হয়ত রোহিত খেলবে না। আমার মতে, এই বিষয়ে নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিক। রোহিত যদি বিশ্রাম নিতে চায় তো দেওয়া হোক। ব্যক্তিগত কারণ থাকতেই পারে। কিন্তু যদি দুটো বা তিনটে টেস্টে খেলতে না পারে তাহলে আগামীতে শুধুমাত্র প্লেয়ার হিসেবেই অস্ট্রেলিয়ায় যাক। সহ অধিনায়ককেই পুরো সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক।’ এরপরই সানির সংযোজন, ‘দল সবার আগে গুরুত্বপূর্ণ। ভারত যদি ৩–০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারাত, তাহলে অন্য ব্যাপার ছিল। কিন্তু সিরিজটা আমরা ০–৩ হেরে গেছি। এই পরিস্থিতিতে অধিনায়ককেই দলকে একত্র করার কাজটা করতে হয়। তাই সিরিজ শুরুর সময় যদি অধিনায়ক না থাকে, তাহলে অন্য কাউকে গোটা সিরিজের জন্য নেতা ঘোষণা করা হোক।’ যদিও গাভাসকারের এই বক্তব্যের সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার প্রাক্তন অ্যারন ফিঞ্চ। বলেছেন, ‘এই মতের সঙ্গে একমত নই। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক। শুনেছি রোহিতের স্ত্রী অন্তঃসত্ত্বা। সন্তান আসবে এটা তো খুশির খবর। এই পরিস্থিতিতে যতটা সময় নেওয়া উচিত তা রোহিত নিক।’
