আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ডে টেস্টে সিরিজের আগে যত বেশি সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলুক ভারত। পরামর্শ সুনীল গাভাসকারের। প্রসঙ্গত, ২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। ভারত পাঁচ টেস্ট খেলবে ইংল্যান্ডে। খুব কঠিন সিরিজ হবে। ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওটাই ভারতের প্রথম সিরিজ। 


বর্ডার গাভাসকার ট্রফিতে হার মেনে নিতে পারেননি সানি। বলেছেন, ‘‌অস্ট্রেলিয়ায় যে ভুলগুলো হয়েছে সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়। দল একসঙ্গে ইংল্যান্ড যাক। গ্রুপ গ্রুপ করে নয়। চোট পাওয়া ক্রিকেটাররা পরে গেলেও চলবে। কিন্তু সুস্থ ও সিনিয়র ক্রিকেটাররা একসঙ্গে চলে যাক গোটা দলের সঙ্গে। বুঝিয়ে দিক লড়াইয়ের জন্য প্রস্তুত।’‌ সানির মতে, ভারত যেহেতু এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারছে না, তাই হাতে অন্তত এক সপ্তাহ বাড়তি সময় পাবে ইংল্যান্ড গিয়ে। সেই সময়টা কাজে লাগাক। গাভাসকারের কথায়, ‘‌ইংল্যান্ডে গিয়ে ভারত অতিরিক্ত এক সপ্তাহ পাবে নিজেদের তৈরি করার। ইংল্যান্ডে কিন্তু বল হাওয়ায় সুইং করবে। পিচ করার পর সিম করবে। তাই শুধু নেট প্র‌্যাকটিসেই চলবে না। প্রস্তুতি ম্যাচ দরকার। বিপক্ষ দল দুর্বল হোক, তবুও একাধিক প্রস্তুতি ম্যাচই তৈরি করে দেবে দলকে।’‌


প্রসঙ্গত, এবারই প্রথম ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই। এর আগের দু’‌বারই ভারত ফাইনাল খেলেছিল। তবে হেরে গিয়েছিল। এখন অবশ্য ভারতীয় দল আসন্ন ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যস্ত।