আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে শুধুমাত্র আইসিসি ইভেন্টে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। দুই হেভিওয়েট দেশের দ্বিপাক্ষিক সিরিজ থেকে বঞ্চিত ক্রিকেটপ্রেমীরা। এমন কি কোনও উপায় আছে যাতে ফের সিরিজ খেলতে পারে দুই দেশ? ভারতের কিংবদন্তি ব্যাটৈর সুনীল গাভাসকারের মতে, ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করার একমাত্র উপায় হল ‘আলোচনা’। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গাভাসকার জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু হওয়া নির্ভর করছে সীমান্তে শান্তি ফিরে আসার ওপরেই।

 

তিনি স্পষ্ট জানান যে, সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বন্ধ না হলে দুই দেশের মধ্যে সিরিজ আয়োজন করা বরাবরই গৌণ বিষয় হয়ে থাকবে। তাঁর কথায়, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ কীভাবে সম্ভব? এটা খুবই সহজ। যদি সীমান্তে শান্তি থাকে, তাহলে উভয় সরকারই বলবে, ঠিক আছে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটছে না যখন তবে অন্তত আলোচনা শুরু করা যাক’। তিনি আরও বলেন, ‘নিঃসন্দেহে কিছু ব্যাক-চ্যানেল সংযোগ চালু থাকবে। তবে মাঠে এবং মাঠের বাইরের পরিস্থিতি দেখতে হবে। কারণ আমরা প্রায়ই অনুপ্রবেশের খবর শুনতে পাই।

 

এই পরিস্থিতি চলতে থাকলে, আলোচনা শুরু করাও উচিত নয়’।  প্রসঙ্গত, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। হাই-ভোল্টেজ ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ছ’উইকেটে মহম্মদ রিজওয়ানের পাকিস্তানকে পরাজিত করেছে। শতরান করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। একদিকে ভারত সেমিফাইনালে পৌঁছালেও ঘরের মাঠে আয়োজিত টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান।