আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। উইকেট কিপার-ব্যাটার পজিশনের জন্য ক্রিকেটার নিতেই হবে দিল্লিকে। ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর মনে করেন, আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস ঈশান কিষাণকে সই করাবে।
ঈশান কিষাণের সঙ্গে শ্রেয়স আইয়ারও দিল্লির নজরে। গতবারের অধিনায়ককে এবার রিটেন করেনি কলকাতা। ফলে দিল্লিতে ফেরার একটা সম্ভাবনা রয়েছে শ্রেয়সের। এমন প্রেক্ষিতে সুনীল গাভাসকর মনে করেন দিল্লি ক্যাপিটালস দলে নেওয়ার জন্য ঈশান কিষাণের জন্য ১৫-২০ কোটি টাকা খরচ করতে পারে।
গাভাসকর বলেছেন, ''আমার মনে হয় দিল্লি ঈশান কিষাণকে দলে নেওয়ার জন্য ১৫-২০ কোটি টাকা খরচ করতে পারে। কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট করতে নেমে ঈশান কিষাণ ম্যাচের রং বদলে দিতে পারে। আমার মনে হয় ঈশান কিষাণের জন্য ঝাঁপাতে পারে দিল্লি। টি-টোয়েন্টি ক্রিকেটে ঈশান কিষাণ হয়তো ঋষভ পন্থের থেকেও বেশি সফল।''
শুধু দিল্লি নয়, পাঞ্জাব কিংসও ঈশান কিষাণকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। পাঞ্জাব কিংস কেবল দু' জন আনক্যাপড ক্রিকেটারকে রিটেন করেছে। গাভাসকর বলেছেন, ''দিল্লি ঋষভ পন্থকে রিটেন করেনি। ঝুলিতে সব চেয়ে বেশি টাকা নিয়ে নিলামে নামবে পাঞ্জাব। ফলে ঈশান কিষাণকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে পাঞ্জাবও।''
গাভাসকরের মন্তব্যে পরিষ্কার, ভারতীয় ক্রিকেটের 'ব্যাড বয়' ঈশান কিষাণকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
