আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। রবির অস্তাচলে যাওয়ার দিনে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর রোহিত শর্মাকে নিয়ে বড় ইঙ্গিত দিলেন।
এবার কি নেতৃত্ব ছাড়বেন রোহিত শর্মা? ফর্মে নেই তিনি। ব্যাটে রান আসছে না। নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে নিয়ে গিয়েছেন মিডল অর্ডারে। সেখানেও রান পাচ্ছেন না। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, এবার তাহলে অবসর নিন। নেতৃত্ব ছাড়ারও দাবি প্রবল থেকে প্রবলতর হচ্ছে।
এই আবহে সানি গাভাসকর বললেন, ''পরবর্তী দুটো ম্যাচে রোহিত খেলার সুযোগ পাবে। এটা নিশ্চিত। কিন্তু তাতেও যদি ও রান না পায়, তাহলে নিজেই নেতৃত্ব ছেড়ে দেবে। এমনটাই আমার অনুমান।''
ব্রিসবেনের চতুর্থ দিন আউট হওয়ার পরে হতাশ রোহিতকে গ্লাভস জোড়া ছুড়ে ফেলতে দেখা গিয়েছিল। ডাগ আউটের বাইরে পড়েছিল রোহিতের গ্লাভস জোড়া। তার পরে রোহিতের অবসর নিয়ে জল্পনা শুরু হয়। যদিও রোহিত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
কিন্তু এদিন ধারাভাষ্য দেওয়ার সময়ে লিটল মাস্টার বললেন, ''রোহিত খুব বুদ্ধিমান ক্রিকেটার। দলের বোঝা হয়ে থাকতে ও চাইবে না। ভারতীয় ক্রিকেটের প্রতি রোহিত খুবই যত্নশীল। পরবর্তী দুটো ম্যাচে রোহিত যদি রান না পায়, তাহলে ও নিজেই সরে যাবে।''
রোহিতের দিকেই এখন নজর সবার। গাভাসকরের এহেন মন্তব্যের পরে হিটম্যানকে নিয়ে কৌতূহল যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
