আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার এশিয়া কাপের দল নির্বাচন। তার আগে যশপ্রীত বুমরাকে নিয়ে বড় মন্তব্য সুনীল গাভাসকরের। তারকা পেসারকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। নিজের মতো করে টুর্নামেন্ট বাছার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরে মাত্র তিনটে টেস্ট খেলেন বুমরা। দ্বিতীয় এবং পঞ্চম টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। এশিয়া কাপে তারকা পেসারের খেলা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর খেলার কথা রয়েছে। এশিয়া কাপের দল নির্বাচনের আগের দিন বুমরার জন্য বার্তা দেন সানি। স্পষ্ট জানিয়ে দেন, কেউ অপরিহার্য নয়।
গাভাসকর বলেন, 'কেউ অপরিহার্য নয়। তাই এবার নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে বুমরাকে খেলানো হবে কিনা। ইংল্যান্ড সিরিজে তিনটে টেস্ট খেলা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। ও আগে থেকেই নির্বাচক কমিটিকে জানিয়ে দেয়, পাঁচের মধ্যে তিনটে টেস্ট খেলবে। শেষ মরণ-বাঁচন টেস্টে তাঁর খেলা উচিত ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে। কারণ ওভালের পিচে সবচেয়ে বেশি ঘাস ছিল। পরের টেস্ট অক্টোবরে। বিশ্রাম নেওয়ার জন্য হাতে দু'মাস ছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানায়, ভবিষ্যতের কথা ভেবে তাঁকে খেলানো হয়নি। ও ফিট ছিল। ভারতীয় ক্রিকেটের জন্য, ওর খেলা উচিত ছিল। ও খেলতে চায়নি, না ওকে খেলানো হয়নি, সেটা জানা নেই। তবে জয়ের পর আরও স্পষ্ট হয়ে গিয়েছে, কেউই অপরিহার্য নয়। খেলা চলতে থাকবে।'
গাভাসকর মনে করেন, সাদা বলের ক্রিকেটে না খেলিয়ে বুমরাকে শুধুমাত্র লাল বলের ক্রিকেট খেলানো উচিত। এই প্রসঙ্গে সানি বলেন, 'এবার নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতাঅর্জন করা না সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলা? কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেই সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করতে হলে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে চারটে টেস্ট খেলতে হবে বুমরাকে। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যে এক মাস সময় আছে। এটাই হওয়া উচিত। তবে ভারতীয় ক্রিকেটের নিজস্ব যুক্তি আছে। নির্বাচক কমিটি দল বাছাইয়ে কয়েকটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। যা রেজাল্ট দিয়েছে। তার জন্য বাহবা জানাতে হবে। তবে প্রথম একাদশ বাছা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।'
প্রসঙ্গত, একদিন আগেই বুমরার সমালোচনা করেন সঞ্জয় মঞ্জরেকর। কাকতালীয়ভাবে, যে দুটো টেস্টে তারকা পেসার খেলেন, সেই দুটোই হেরেছে ভারত। এই প্রসঙ্গ তোলেন ভারতের প্রাক্তনী। মঞ্জরেকের বলেন, 'খেলা সবসময় আয়না দেখিয়ে দেয়। আমরা যতই বাকি জিনিস নিয়ে মাতামাতি করি না কেন। যে দুটো টেস্টে ভারত জিতেছে, সেই দুটোতেই খেলেনি বুমরা। এটা পোয়েটিক জাস্টিস। এবার ভারতীয় নির্বাচকদের চোখ খুলে দেওয়া উচিত। বড় নামের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। এই সিরিজ ওদের এবং আমাদের জন্য বড় শিক্ষা। যে দুটো টেস্টে ভারত জিতেছে তাতে বিরাট, রোহিত, পূজারা, সামি বা বুমরা ছিল না। এটাই আমাদের সত্যিটা দেখিয়ে দিয়েছে। কেউই অপরিহার্য নয়। তাই এবার বুমরাকে ভেবেচিন্তে হ্যান্ডেল করা উচিত।' মঙ্গলবার এশিয়া কাপের দলে তারকা পেসার থাকে কিনা সেটাই দেখার।
