আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার লিডস ছিল ভারতের দখলে। জোড়া শতরানে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয় শুভমনরা। প্রথম দিনের শেষটা যেখানে হয়েছিল, দ্বিতীয় দিনের শুরুটা সেখান থেকেই করে টিম ইন্ডিয়া। নাস্তানাবুদ ব্রিটিশ বোলাররা। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। তার খেসারত দিতে হয়। ভারতীয় ইনিংসে তিনটে শতরান। যশস্বী জয়েসওয়াল, শুভমন গিলের পর ঋষভ পন্থ। ইংল্যান্ডের বোলিংয়ের সমালোচনা করলেন স্টুয়ার্ট ব্রড। তিনি মনে করেন, পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেনি ইংল্যান্ডের বোলাররা।
ব্রড বলেন, 'আমার মনে হয় ইংল্যান্ডের বোলাররা প্ল্যান কাজে লাগাতে পারেনি। ওরা ঠিকঠাক বল করতে পারেনি। তবে তার মানে এই নয় যে এদিন সকালেও তাঁরা ম্যাচের মোড় ঘোরাতে পারবে না। বোলারদের স্ট্র্যাটেজিতে ভুল ছিল। আমার মনে হয়, ইংল্যান্ড স্ট্রেট ফিল্ড ব্যবহার করতে পারত। ব্যাকওয়ার্ড পয়েন্টের পরিবর্তে মিড অফ, মিড অন এবং এক্সট্রা কভার রাখতে পারত। ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং রেখে খুব একটা লাভ হয় না। তার বদলে এক্সট্রা ওভার আনা উচিত। ব্যাটারদের স্ট্রেট ব্যাটে খেলতে বাধ্য করা উচিত। বিশেষ করে ফুল লেন্থ বলে।' হেডিংলিতে শেষ ছয় টেস্টে পরে ব্যাট করা দল জিতেছে। সেই কারণেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। কিন্তু সেটাই বুমেরাং হয়ে ফেরে।
