আজকাল ওয়েবডেস্ক: কঠিন পরিস্থিতি থেকে ২-২ এ সিরিজ ড্র। ভারতের ৬ রানে রুদ্ধশ্বাস জয়ের পর মতামত জানাচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। 'ফর দ্য লাভ অফ ক্রিকেট' পডকাস্টে দুই দেশের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হচ্ছে। মজাদার সেগমেন্টও রাখা হয়েছে। যৌথ একাদশে চার নম্বর স্পটের জন্য শুভমন গিল এবং জো রুটের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় স্টুয়ার্ট ব্রডকে। পাঁচ টেস্টে পারফরম্যান্সের নিরিখে বাছতে বলা হয়। সমস্যায় পড়ে যান ব্রড। তবে কোনও রাখঢাক করেননি ইংল্যান্ডের তারকা পেসার। ব্রড বলেন, 'এই রে, তুমি আমাকে একটা নাম বাছতে বলছো? জো এবং শুভমন গিলের মধ্যে। আমি এবার হেডলাইন্স দেখতে পাচ্ছি। ডন ব্র্যাডম্যানের পর টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছে গিল। অন্যদিকে টেস্টে সর্বকালের সেরার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রুট। তিনটে ব্যাক টু ব্যাক শতরান করেছে। ৩৯তম টেস্ট সেঞ্চুরি পেয়েছে। যেহেতু আমার কাছে রুটের মোবাইল নম্বর আছে, এবং আমি গালিগালাজ খেতে চাই না, আমি রুটকেই বেছে নেব।'
ব্রডের এই উত্তর শুনে হকচকিয়ে যান জস বাটলার। অবাক হয়ে বলেন, 'অবিশ্বাস্য। আমি এটা বিশ্বাস করতে পারছি না।' মহম্মদ সিরাজের দাক্ষিণ্যে ওভাল টেস্ট জেতে টিম ইন্ডিয়া। রানের ভিত্তিতে এটা ভারতীয় দলের সবচেয়ে কম রানে টেস্ট জয়। এই জয়ের ফলে আইসিসি ওয়ার্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন নম্বরে উঠে এল ভারত। পাঁচ টেস্টে ২৮ পয়েন্ট টিম ইন্ডিয়ার। পয়েন্ট পার্সেন্টেজ ৪৬.৬৭। ইংল্যান্ডের মাটিতে বেন স্টোকসদের সঙ্গে ড্র করে বড় স্টেটমেন্ট রেখেছেন শুভমন গিলরা। দলের ট্রানজিশন পর্ব নিয়ে নানান প্রশ্ন উঠেছিল সিরিজ শুরুর আগে। গিলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে। যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছে ভারতীয় দল।
ওভালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় ভারতীয় দল। সিরিজে ১-২ এ পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। তারওপর জো রুট এবং হ্যারি ব্রুকের জোড়া শতরানে সিরিজ প্রায় ১-৩ এ হারতে বসেছিল ভারত। কিন্তু তৃতীয় সেশনে প্রসিদ্ধ কৃষ্ণর দুটো উইকেট ভারতীয় দলকে ম্যাচে ফেরায়। পঞ্চম দিন ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ভারতের ৪ উইকেট। এমন পরিস্থিতিতে যে কেউ ব্রিটিশদের এগিয়ে রাখবে। কিন্তু শেষ দিন প্রথম সেশনে জোড়া উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ফেরান মহম্মদ সিরাজ। ৫ উইকেট নেন ভারতীয় পেসার। ওভাল টেস্টে মোট ৯ উইকেট। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ২-২ করেন শুভমন গিলরা। ওভাল থেকেই শুরু হয় ভারতের লাল বলের ক্রিকেটে এক নতুন যুগ।
