আজকাল ওয়েবডেস্ক: ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই নেই ৫ উইকেট। শ্রীলঙ্কার চমৎকার বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউ জিল্যান্ডের ব্যাটিং। সেই যে ভেঙে পড়ল কিউয়িরা, আর ঘুরে দাঁড়াতে পারল না কিউয়িরা। নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচল শ্রীলঙ্কা।
অকল্যান্ডে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ শ্রীলঙ্কা জিতে নিল ১৪০ রানে।
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস,জানিথ লিয়ানাগের পঞ্চাশের উপর ভর করে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ২৯০ রান। পরবর্তীতে ফার্নান্দোর দুর্দান্ত স্পেল এবং থিকশানা ও মালিঙ্গার দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে তারা থামিয়ে দেয় ১৫০ রানে।
প্রথম দু'ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সিরিজ জিতে নিয়েছিল নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কার এই জয়ের নায়ক আসিথা। নতুন বলে পাঁচ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। থিকশানা ও মালিঙ্গাও নেন তিনটি করে উইকেট।
আগ্রাসী ব্যাটিংয়ে ৫টি ছক্কা ও ৬টি চারে ৪২ বলে ৬৬ রান করেন নিসাঙ্কা। মেন্ডিস ৪৮ বলে ৫৪ রান করেন। লিয়ানাগের ব্যাট থেকে আসে ৫২ বলে ৫৩ রান।
রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা হয় হতশ্রী। ২১ রানে ৫ উইকেট তুলে নিয়ে তাদের চেপে ধরে দ্বীপরাষ্ট্র।
ব্যাটিং বিপর্যয়ে পড়া নিউ জিল্যান্ডের এক প্রান্ত ধরে রাখেন মার্ক চ্যাপম্যান। তিনি ৮১ বলে ৮১ রান করেন চ্যাপম্যান। তিনি ছাড়া কিউয়িদের ইনিংসে ২০ রানও করতে পারেননি আর কেউ।
