আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় সফল হতে পারবেন সরফরাজ খান? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সৌরভ গাঙ্গুলি এর তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, ‘আগে সরফরাজকে সুযোগ দেওয়া হোক। সুযোগ না দিয়েই এই কথা কেন এখন। ব্যর্থ হলে না হয় বলা যাবে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে এই জায়গায় এসেছে সরফরাজ। কেউ ওকে সুযোগ করে দেয়নি। নিজের যোগ্যতাতেই এসেছে। আগে ওকে সুযোগ দেওয়া হোক। তারপর না হয় বিচার করা যাবে। সুযোগ দিলেই তো বোঝা যাবে ভাল না খারাপ। তারপর না হয় বিচার করবেন।’
এদিকে ২২ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে পার্থ টেস্ট। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে দিন রাতের। শুরু ৬ ডিসেম্বর। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ১৪–১৮ ডিসেম্বর। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। আর সিডনিতে শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি।
এদিকে রোহিত শর্মা বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন না। গত শনিবার দ্বিতীয়বার বাবা হয়েছেন রোহিত। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী ঋতিকা। আপাতত পরিবারের সঙ্গে রয়েছেন তিনি। যা খবর, দ্বিতীয় টেস্টের আগে রোহিত দলের সঙ্গে যোগ দেবেন।
