আজকাল ওয়েবডেস্ক: ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা ৫০ বলে সেঞ্চুরি করলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে-তে এই সেঞ্চুরি করার পথে পঞ্চাশ ওভারের ম্যাচে দ্রুততম ভারতীয় হিসেবে নজির গড়লেনএর আগে বিরাট কোহলি ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেদিক থেকে দেখলে স্মৃতি মান্ধানা ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকেও। বিরাটও অজিদের বিরুদ্ধেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জয়পুরে। আর মান্ধানা আজ সেঞ্চুরি করলেন অরুণ জেটলি স্টেডিয়ামে

ভারতের ওপেনার যখন ব্যাট করতে নামেন, তখন জেতার জন্য তাদের টার্গেট ৪১৩ রান। সিরিজ নির্ণায়ক ম্যাচ। ২৩ বলে ৫০ রান করেন মান্ধানা। মহিলাদের ওয়ানডেতেও মান্ধানা দ্রুততম পঞ্চাশের রেকর্ড ভাঙেন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন রিচা ঘোষ। রিচা ২৬ বলে পঞ্চাশ করেছিলেন। ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মান্ধানার এটাই চতুর্থ সেঞ্চুরি

আরও পড়ুন: পুজোর আগে 'ডাবল বোনানজা'র স্বাদ পেতে চলেছে ইস্টবেঙ্গল, গতবারের লিগ চ্যাম্পিয়ন লাল-হলুদ, ঘোষণা আইএফএ-র

অস্ট্রেলিয়া ৪৭.৫ ওভারে বিশাল ৪১২ রান করে। রান তাড়া করতে নেমে মান্ধানা ৬৩ বলে ১২৫ রান করেন। ১৭টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি মারেন স্মৃতি। অধিনায়ক হরমনপ্রীত ৫২ রান করেন ৩৫ বলে। দীপ্তি শর্মা ৫৮ বলে ৭২ রান করেন। শেষ পর্যন্ত অবশ্য ভারতের মহিলা দল থেমে যায় ৩৬৯ রানে। এর আগে ১৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মৃতি। সেই ম্যাচ জিতেছিল ভারতের মহিলা দল। এদিন ৪৩ রানে অস্ট্রেলিয়ার মহিলা দল ম্যাচ জেতায় সিরিজও তারা জিতে নিল ৪৩ রানে। অস্ট্রেলিয়ার বেথ মুনি ১৩৮ রানের ইনিংস খেলেন।

রেকর্ডের অপর নাম স্মৃতি মান্ধানা। মহিলা বিশ্বকাপের আগে স্বপ্নের ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার এই ব্যাটার। বিশ্বরেকর্ড স্পর্শ করেছিলেন মান্ধানা। একাধিক নজিরও গড়েন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে শতরান করেন তিনি। সেদিন ৭৭ বল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় ওপেনার। ৯১ বলে ১১৪ রান করে আউট হয়েছিলেন মান্ধানা

আরও পড়ুন:  আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে নামার আগে বেসুরে বাজল পাকিস্তান, কী করলেন সলমন আলি আঘারা?