আজকাল ওয়েবড়েস্ক: বিরাট কোহলির ফিটনেস ঈর্ষণীয়। গত ৫ নভেম্বর ছত্রিশে পা দেন তিনি। পারথের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করেন তিনি। বিরাটকে দেখে কে বলবে তাঁর বয়স ৩৬। কোহলির এই বিরাট ফিটনেসের রহস্য কী? কোহলির স্ত্রী সেই রহস্য ফাঁস করেছেন।

বলিউডের বিখ্যাত অভিনেত্রী জানিয়েছেন,গত ১০ বছর  বাটার চিকেন চেখে দেখেননি কোহলি। চিনি-সমৃদ্ধ পানীয়ও পরিহার করেছেন। কোহলির বিরাট ফিটনেস নিয়ে আরও অনেক অজানা কথা জানিয়েছেন অনুষ্কা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে অনুষ্কাকে বলতে শোনা গিয়েছে, ''বিরাট তার ফিটনেস নিয়ে দারুণ শৃঙ্খলা পরায়ণ। প্রতিদিন সকালে বিরাট কার্ডিও বা হাই ইনটেনসিটি ট্রেনিং করে। কোনও জাঙ্ক ফুড বা চিনি-সমৃদ্ধ পানীয় খায় না। প্রায় ১০ বছর ধরে বাটার চিকেন খায়নি কোহলি।''

বলিউড অভিনেত্রী আরও বলেন, ''নিয়ম মেনে খাওয়া এবং কঠোর অনুশীলন ছাড়াও আট ঘন্টা ঘুমোয় বিরাট। ঘুম নিয়ে আপোষ করে না। যথেষ্ট বিশ্রাম হচ্ছে কিনা, তা সুনিশ্চিত করে।'' 

ঘরের মাঠে কোহলির ব্যাট কথা বলছিল না। সমালোচনা বাড়ছিল তাঁকে ঘিরে। অস্ট্রেলিয়ার পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান পাননি কোহলি। দ্বিতীয় ইনিংসে কিং কোহলি ফিরলেন স্বমেজাজে। তার পর থেকেই অস্ট্রেলিয়ার মানুষের নজর ঘুরে গিয়েছে। বিরাট প্রেমে মাতোয়ারা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও।

শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাডিলেড টেস্ট। বিরাট ব্যাটের দিকে তাকিয়ে দেশ। কোহলির দিকে তাকিয়ে দেশের ক্রীড়ামহল।