আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টে নবাগত স্যাম কনস্টাসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি। তরুণ অস্ট্রেলিয়ান ওপেনারের কাঁধে ধাক্কা দেন। বক্সিং ডে ক্রিকেটে যা আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ঘটনায় প্রচণ্ড বিরক্ত সুনীল গাভাসকর। স্পষ্ট জানিয়ে দিলেন, এটা কোনওভাবেই ক্রিকেটের পর্যায়ে পড়ে না। এমসিজির দর্শক ঠাসা স্টেডিয়ামে একটি মাত্র ঘটনা শিরোনামে উঠে আসে। এই নিয়ে প্রচুর চর্চা হয়। এবার এই বিষয়ে মুখ খুললেন সানি। তিনি মনে করেন, কোহলির মতো সিনিয়র ক্রিকেটারের এই কাণ্ড ঘটানোর কোনও প্রয়োজন ছিল না। গাভাসকর বলেন, 'কোহলি যা করেছে, সেটা মোটেই ক্রিকেট নয়। কেউ উস্কে দিলে তার জবাব দিতে জানে ভারতীয়রা। কিন্তু এবার কেউ সেটা করেনি। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে প্লেয়াররা বুঝে যায়, দর্শকদের ওপর মেজাজ হারিয়ে লাভ নেই। কারণ ওরা স্টেডিয়ামে ভাল সময় কাটাতে আসে। তাই প্লেয়ারদের কটূক্তি করা ব্যক্তিগত বিষয় নয়, এটা শুধুই বিনোদনের অঙ্গ।'
গোটা সিরিজে বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার ফ্যানদের সঙ্গে কড়া বাক্যবিনিময় হয় কোহলির। তাঁকে টিটকারী মারতে ছাড়েনি অজি সমর্থকরা। তার পাল্টা জবাব দেন বিরাটও। সিডনি টেস্টের প্রথম সেশনে সমর্থকদের স্যান্ডপেপার স্ক্যান্ডাল মনে করিয়ে দেন কোহলি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এই ঘটনা ঘটে। সমর্থকদের দিকে ঘুরে নিজের খালি পকেট দেখান তারকা ক্রিকেটার। কোহলির এই আচরণ মেনে নিতে পারেননি প্রাক্তন তারকা। সানি বলেন, 'এইরকম আচরণ ওর ভাল করছে না। বরং আরও ক্ষতি করবে। কোহলির বোঝা উচিত যে ও সমর্থকদের সঙ্গে যা করবে, সেটা ওর সতীর্থদের ওপরই চাপ বাড়াবে। ওরাও সমর্থকদের টার্গেট হয়ে যাবে।' সার্বিকভাব অস্ট্রেলিয়া সফরে কোহলির পারফরম্যান্স এবং আচরণ নিয়ে বিরক্ত কিংবদন্তি।
