আজকাল ওয়েবডেস্ক: এরকম নাটকীয় শেষ আবার হয় নাকি! একেই বলে জো জিতা ওহি সিকান্দর! নটিংহ্যাম থেকে উড়ে গদ্দাফি স্টেডিয়ামে যখন তিনি পা রাখলেন, তখন টস হতে আর দশ মিনিট বাকি।
টসের সময়ে লাহোর কালান্দার্স ক্যাপ্টেনের হাতে ছিল দুটি একাদশের তালিকা। একটিতে ছিলেন তিনি। আর একটিতে রাখা ছিল শাকিব আল হাসানের নাম। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই মাঠে নামে লাহোর এবং সিদ্ধান্তটা যে মোটেও ভুল ছিল না তা দেখা গেল। ৭ বলে অপরাজিত ২২ রানের ইনিংস রাজার মতো খেললেন সিকান্দর। বাউন্ডারি মেরে কোয়েটা গ্লাডিয়েটর্সকে জেতালেন তিনি।
ইংল্যান্ডে চার দিনের টেস্ট শেষ হয় একদিন আগেই। ট্রেন্টব্রিজে শনিবার তৃতীয় দিনে জিম্বাবোয়ের শেষ লড়াইয়ের কারিগর সিকান্দর রাজা আর দেরি করেননি।
পিএসএলের ফাইনালে প্রথমে ব্যাটিং করে হাসান নওয়াজের বিস্ফোরক ইনিংসে কোয়েটা ২০১ রান করে।
সিকান্দর রাজা নেমেই বদলে দেন ছবি। ১৬.৪ ওভারের শেষে লাহোরের রান ছিল ৪ উইকেটে ১৪৫। ভানুকা রাজাপক্ষে ফেরার পরে আমিরকে প্রহার করেন রাজা।
পরের ওভারে কুশল পেরেরা দুটি ছয়ে তুলে নেন ১৬ রান। শেষ দুই ওভারে লাহোরের দরকার ছিল ৩১ রান। ১৯-তম ওভারে আমিরের বলে কুশল পেরেরা ২টি চার ও একটি ছয়ে ১৮ রান তুলে নেয় লাহোর।
শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। চতুর্থ বলে ছক্কা হাঁকান জিম্বাবোয়ের তারকা। পরে বাউন্ডারি মেরে এক বল বাকি থাকতে দলকে জেতান সিকান্দর। তিনি বলেন, ''বার্মিংহ্যামে ডিনার করেছি, ব্রেকফাস্ট দুবাইয়ে। লাঞ্চ আবু ধাবিতে এবং পাকিস্তানে ডিনার। এই জীবন আমি উপভোগ করেছি।''
