আজকাল ওয়েবডেস্ক: একদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে। শুভমন গিলকে ভারতের টি-২০ দলের সহ অধিনায়ক করা নিয়ে ক্রিকেটমহলে শোরগোল পড়ে গিয়েছে। ইংল্যান্ডে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে নজর কাড়েন‌ গিল। যার ফলে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও তাঁকে প্রমোট করা হয়। মঙ্গলবার এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে বিসিসিআই। গিলের অন্তর্ভুক্তিতে অনেকেই অবাক হয়ে যায়। কারণ গতবছর জুলাই থেকে কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলননি তিনি। গিলকে টি-২০ দলে ফেরানো নিয়ে অজিত আগরকর এবং সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হলে দু'জনেই জানান, সবসময় টি-২০ ক্রিকেটের অঙ্গ ছিলেন ২৫ বছরের ক্রিকেটার। সূর্যকুমার বলেন, 'টি-২০ বিশ্বকাপের পর জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ও শেষবার খেলে। আমি নেতৃত্ব দিচ্ছিলাম, আর ও সহ অধিনায়ক ছিল। তখন থেকেই পরের টি-২০ বিশ্বকাপের নতুন সাইকেল শুরু হয়ে যায়। তারপর ও টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ও টেস্ট ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে, টি-২০ ক্রিকেট খেলার সুযোগ পায়নি। এবার ও দলে আছে। ওকে পেয়ে আমরা খুশি।' 

একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, অনেক ভাবনাচিন্তা করে তাঁকে ডেপুটি করা হয়েছে। তবে জানা গিয়েছে, গিল প্রথম পছন্দ ছিলেন না। অন্যদের নিয়েও আলোচনা হয়। গিলের অনুপস্থিতিতে সূর্যকুমারের ডেপুটি ছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু মূলত তাঁর বয়েসের জন্যই নির্বাচনী বৈঠকে তাঁকেই সহ অধিনায়ক বেছে নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর। গিলকে ডেপুটি করার সিদ্ধান্তকে সমর্থন করেন তিনিও। একটি রিপোর্টে বলা হয়েছে, 'মঙ্গলবার নির্বাচক কমিটির বৈঠকে এই বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। অনলাইনে বৈঠকে যোগ দেন গৌতম গম্ভীর। তিনিও মেনে নেন, ভবিষ্যতের জন্য একজনকে তৈরি করা উচিত। পরের মাসে ২৬ বছরে পা দেবে গিল। ওর থেকে যোগ্য প্রার্থী ছিল না। তবে প্রাথমিকভাবে গিল প্রথম পছন্দ ছিল না। অনেকেই মনে করে, অক্ষর প্যাটেলকেই সহ অধিনায়ক রাখা উচিত। তবে মিটিংয়ে বেশিরভাগই এমন একজনকে দায়িত্ব দেওয়ার পক্ষে ছিল, যে দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের অঙ্গ থাকবে। পরের পাঁচ বছরের জন্য দায়িত্ব তুলে দেওয়ার আর কাউকে পায়নি নির্বাচক মণ্ডলী। গিলকে টেস্ট অধিনায়ক করা হয়েছে। নির্বাচকদের মনে হয়েছে, ভবিষ্যতে ও সূর্যের থেকে ব্যাটন‌ নিতে পারবে। চলতি বছর প্রথমবার ভারতের টি-২০ দলে সুযোগ পান গিল। প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত।' 

গিলের অন্তর্ভুক্তিতে কোপ পড়বে সঞ্জু স্যামসনের ওপর। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করার সম্ভাবনা বেশি শুভমনের। আকাশ চোপড়া মনে করেন, সঞ্জুর টি-২০ ভবিষ্যৎ অন্ধকারে। চোপড়া বলেন, 'অল ফরম্যাট অধিনায়কের সঠিক দিশায় এগোচ্ছে টিম ইন্ডিয়া। শুভমন গিলের প্রত্যাবর্তনে সঞ্জু স্যামসনের ভাগ্য লিখন হয়ে গিয়েছে। ও প্রথম একাদশে জায়গা পাবে না। তিলক বর্মা বা হার্দিক পাণ্ডিয়াকে নিশ্চয়ই বাইরে রাখা হবে না। যার অর্থ স্যামসনকেই বসতে হবে। সুযোগ পাবে জীতেশ শর্মা। এই নির্বাচন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্যক্তি বিশেষের ওপর ব্যাটিং স্লট নির্ভর করছে। গিল সহ অধিনায়ক হওয়ায়, ও অবশ্যই খেলবে, এবং ব্যাটিং ওপেন করবে। এটাই সঞ্জুকে প্রথম একাদশের বাইরে করে দিচ্ছে।' এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অজিত আগরকর। জানান, দল দুবাইয়ে পৌঁছনোর পর প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ এবং অধিনায়ক।