আজকাল ওয়েবডেস্ক: বহু প্রতীক্ষিত এশিয়া কাপের ক্রীড়াসূচি অবশেষে প্রকাশিত হল। সংযুক্ত আরব আমিরশাহিতে হবে টুর্নামেন্ট। ৯ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার বল গড়াবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল

টি-টোয়েন্টি ফরম্যাটে হবে টুর্নামেন্ট। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের এটাই ড্রেস রিহার্সাল। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।এশিয়া কাপের যে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে, তাতে ভারত-পাক একবার নয়, তিন বার মুখোমুখি হতে পারে গোটা টুর্নামেন্টে

গ্রুপ এ-তে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া। এই লড়াইয়ের দিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব

আরও পড়ুন: দল থেকে ছিটকে গিয়ে পিছু ছাড়েনি বিতর্ক, ৫ কোটি টাকার বকেয়া আদায়ের মামলায় ফাঁসলেন ভারতীয় অলরাউন্ডার

রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী মনে করেন, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলাই উচিত নয় ভারতের। না খেলে পাকিস্তানকে পরের রাউন্ডে যেতে সাহায্য করা উচিত টিম ইন্ডিয়ার

সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বঙ্গক্রিকেটার লিখেছেন, ''এশিয়া কাপ নিয়ে আমার বক্তব্য হল, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের না খেলা উচিত। এবং ওদের পয়েন্ট দিয়ে দেওয়া উচিত যাতে পাকিস্তান পরের রাউন্ডে পৌঁছতে পারে। আমাদের এশিয়া কাপ জেতার দরকার নেই। ভারতের এশিয়া কাপে অংশ নেওয়ার অর্থ একটাই, তা হল অন্য দেশকে আর্থিক দিক থেকে সাহায্য করা। এছাড়া অন্য কোনও কারণ তো দেখি না। আদর্শগত দিক থেকে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে খেলাই উচিত নয়। যদি খেলে তাহলে গোটা দেশ কিন্তু ক্ষোভে ফেটে পড়বে'' 

১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে দুই প্রতিবেশি দেশ মুখোমুখি হওয়ার পরে সুপার ফোরে ফের দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ক্রিকেট মাঠে দুই দেশের যা ঐতিহ্য এবং যা শক্তি, তার নিরিখে বিচার করলে ভারত ও পাকিস্তানের সুপার ফোরে না যাওয়াটাই আশ্চর্যের। ফলে সুপার ফোরে এই দুই দেশ ফের মুখোমুখি হবে এশিয়া কাপে। আর সব ঠিকঠাক এগোলে ফাইনালেও পৌঁছতে পারে ভারত ও পাকিস্তান। সেক্ষেত্রে ফাইনালে দেখা হবে দুই দেশের।

?ref_src=twsrc%5Etfw">July 27, 2025

ভারত-পাকিস্তান সেরা বক্স অফিস। ২৮ সেপ্টেম্বর যদি দুই দেশ ফাইনালে একে অপরের মুখেমুখি হয়, তা হলে সব দিক থেকেই এশিয়া কাপ সাফল্যের মুখ দেখবে। আবু ধাবি, শারজাদুবাইয়ে হবে এশিয়া কাপের ম্যাচ। 

আরও পড়ুন: কখনও ড্রাইভার, কখনও বাজারে বসে কেটেছেন মাছ, সেই স্ট্রাইকার এখন গোল করে তাক লাগাচ্ছেন লিগে