আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতার।
ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ নিয়ে নেটফ্লিক্স তথ্যচিত্র বানাচ্ছে। ৭ ফেব্রুয়ারি তার প্রিমিয়ার। ২ মিনিট ১৩ সেকেন্ডের প্রোমো প্রকাশ করা হয়েছে এই তথ্যচিত্রের। তাতে দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহবাগ, শোয়েব আখতার, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট ব্যক্তিত্ব এই দ্বৈরথের পিছনে প্যাশনের উল্লেখ করেছেন।
সৌরভকে বলতে শোনা গিয়েছে, ফ্রেন্ডশিপ ট্যুর নাম দেওয়া হয়েছিল কিন্তু মোটেও তা বন্ধুত্বপূর্ণ ছিল না। শোয়েব আখতার ঘণ্টায় দেড়শো কিমি বেগে বল করছে। তাহলে আর বন্ধুত্বপূর্ণ হল কোথায়?''
সৌরভের এহেন মন্তব্যের প্রেক্ষিতে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে বলতে শোনা গিয়েছে, ''দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় তুমি অসাধারণ। তোমাকে ছাড়া ভারতীয় ক্রিকেট অসম্পূর্ণ।''
Dada @SGanguly99 you're awesome. Indian cricket is incomplete without you. pic.twitter.com/tRtb58EGp2
— Shoaib Akhtar (@shoaib100mph)Tweet by @shoaib100mph
সৌরভ ও শোয়েব একে অপরের বিরুদ্ধে ২২টি ইনিংসে মুখোমুখি হয়েছেন। সৌরভ রান করেছেন ১৭২। পাক পেসার সৌরভকে সাত বার আউট করেছেন।
