আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির ব্যাট কথা বলছে না। বর্ডার-গাভাসকর ট্রফিতে মাত্র একটি সেঞ্চুরি করেন তিনি। কিন্তু যখনই তাঁর কাছ থেকে রানের দরকার হয়েছে টিম ইন্ডিয়ার, সেই সময়ে কোহলি ব্যর্থ হয়েছেন। দেশে ও বিদেশে কোহলিকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টে কি কোহলিকে বিরাট হয়ে উঠতে দেখা যাবে? 

পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার কিন্তু কোহলিকে ফর্মে ফেরার পথ বাতলে দিয়েছেন। 

২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি পাকিস্তান। শোয়েব আখতার বলেছেন, ''বিরাট কোহলিকে যদি পুরনো ফর্মে দেখতে চান, তাহলে ওকে বলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তাহলেই কোহলি জেগে উঠবে। আমরা আগে দেখেছি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হলেই কোহলি জেগে ওঠে। মেলবোর্নে দুর্দান্ত খেলেছিল বিরাট। এবার যদি ওর সামনে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তাহলেই দেখবেন কোহলি জেগে উঠেছে।''  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের পরিণতি কী হবে? রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলছেন, ''দুবাইয়ে আসল দিনে ভাল লড়াই হবে ভারত ও পাকিস্তানের। কল্পনা করুন বিরাট কোহলি ভারতের হয়ে রান করছে। বাবর আজমও রান করছে পাকিস্তানের হয়ে। শাহিন ও নাসিম পাকিস্তানের হয়ে বোলিং ভাল করছে। বুমরা আগু ধরাচ্ছে। সাইম এই মুহূর্তে নেই। ওর স্ট্যাটাস কী জানা নেই। যদি সাইম ও ফকর জামান একসঙ্গে ওপেন করে তাহলে পাকিস্তানের জন্য খুব ভাল। এই দু'জন ধ্বংসাত্মক প্লেয়ার।'' 

কিন্তু ফেভারিট কে? শোয়েব বলছেন, ''ভারত ও পাকিস্তান উভয়েই ফেভারিট।  দুর্দান্ত  লড়াই হবে। আশা রাখি ম্যাচে রান হবে।''