আজকাল ওয়েবডেস্ক: পাক ক্রিকেটে ফের সমালোচনার ঝড়। দুবাইয়ে ভারতের কাছে হারতেই। ইতিমধ্যেই টানা দুটো ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। বড় কথা হল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর ওয়ানডে ম্যাচে পাকিস্তান আর হারাতে পারেনি ভারতকে।
বিরাটের শতরান পাকিস্তানকে ছিটকে দিয়েছে। বাবর আজম রান করতে ব্যর্থ। রবিবার করেন মাত্র ২৩। এটা ঘটনা, একটা সময় বিরাটের সঙ্গে চলে আসত বাবরের নাম। কিন্তু সময় যত গড়িয়েছে, বাবর ততই পিছিয়ে পড়েছেন। আর এটা নিয়ে রীতিমতো চাঁচাছোলা সে দেশের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার। বলেই দিয়েছেন, ‘বিরাটকে নিয়ে একটা কথা বলি। ওঁর হিরো কে? শচীন। যে একশো শতরান করেছে। সেটা ছোঁয়ার লক্ষ্যে এগোচ্ছে বিরাট।’ এরপরই শোয়েবের কটাক্ষ, ‘বাবরের হিরো কে? ‘টুক টুক’। ভুল লোককে হিরো বানালে এরকমই হবে। বাবর শুরু থেকেই প্রতারক। শুরুর দিন থেকেই। আসল জায়গায় খেলতে পারে না।’
তবে এটা ঘটনা দুবাইতে খেলা চলাকালীন একাধিকবার বাবরের সঙ্গে কথা বলেছেন বিরাট। সে বাবর ব্যাট করতে যাওয়ার সময় হোক। আউট হয়ে ফিরে আসার সময় হোক। বা বিরাটের শতরানের পর হোক।
আসলে কিংবদন্তিরা হয়ত এরকমই হয়।
