আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তীব্র চর্চা সোশ্যাল মিডিয়ায়। হেলমেটের ফিতে কামড়াচ্ছেন তিনি, আর ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ার পরই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় আলোচনা।

সাকিব কেন হেলমেটের ফিতে চেবাচ্ছেন? এর পিছনে কি রয়েছে সংস্কার? প্রশ্ন উঠতে শুরু করে দেয়। সাকিবের এহেন কাণ্ড এতটাই প্রভাব ফেলে যে ধারাভাষ্যকাররা পর্যন্ত সাকিবকে নিয়ে চর্চায় মেতে ওঠেন। সমাজমাধ্যমে সাকিবের ছবি ছড়িয়ে পড়ায় কেউ বলেছেন, চাপে পড়লে তিনি এভাবে হেলমেটের ফিতে চিবোতে থাকেন।

তবে খবরের ভিতরের খবর প্রকাশ করেছেন, সাকিবের এক সময়ের সতীর্থ তামিম ইকবাল। বাংলাদেশের এই তারকা ওপেনার নিজেও ধারাভাষ্য দিচ্ছিলেন।  তিনি জানান, ব্যাট করার সময়ে মাথার অবস্থান ঠিক রাখার জন্যই এভাবে হেলমেটের ফিতে কামড়াচ্ছেন বাংলাদশের তারকা অলরাউন্ডার।

বাংলাদেশের তারকা ক্রিকেটারের এহেন আচরণের কারণ জানার জন্য দীনেশ কার্তিক প্রশ্ন করেছিলেন তামিমের কাছে। কার্তিকের কৌতূহলের জবাবে তামিম জানান, ব্যাট করার সময়ে মাথা যেন লেগ সাইডে বেশি সরে না যায়, তা নিশ্চিত করার জন্যই সাকিব এহেন পন্থা অবলম্বন করেছেন।

অনেকের কাছেই কৌতূহলের বিষয় হলেও তামিম জানেন এটা সাকিবের কাছে স্বাভাবিক একটা বিষয়। তামিম জানান, হেলমেটের ফিতের মাধ্যমে সাকিব বুঝতে পারেন তাঁর মাথা ঠিক কোন জায়গায় রয়েছে। সেটাই তিনি ধারাভাষ্য দেওয়ার সময়ে জানিয়েছেন কার্তিককে।

উল্লেখ্য, এর আগে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে জার্সি কামড়াতে দেখা গিয়েছিল সাকিবকে। তা নিয়েও আলোচনা হয়েছিল। তবে এবার হেলমেটের ফিতে কামড়ানো বোধহয় ছাপিয়ে গেল আগের সব ঘটনাকে।