আজকাল ওয়েবডেস্ক:‌ কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব গড়েছেন মুশফিকুর রহিম। সতীর্থের নজিরে উচ্ছ্বসিত সাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি উইকেটকিপারের জন্য দীর্ঘ পোস্ট করলেন সাকিব।


সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে টেস্ট খেলার ছবি পোস্ট করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। সেখানে মুশফিকুরের উদ্দেশে সাকিব লিখেছেন, ‘লর্ডসে তোমার খেলা প্রথম টেস্ট ম্যাচ এখনও মনে আছে। বিকেএসপির ঘরে বসা তোমার খেলা প্রতিটা বল দেখেছি। ঠিক সেদিন থেকে তুমি বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা। তুমি অনেক দিন ধরেই খেলেছ এবং সব সময় নিজের সেরাটা দিয়েছ। বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি তোমাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি। আর ভবিষ্যতে যতদিন খেলব, তুমিই আমার অধিনায়ক থাকবে।’ এরপরই সাকিব যোগ করেন, ‘‌মুশফিক ভাই, ১০০তম টেস্ট খেলার এই বিশেষ মুহূর্তে তোমাকে শুভকামনা জানাই। যে কোনও ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন। যেভাবে তোমার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনই ১০০তম টেস্টেও তোমার খেলা প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবে। যদি তোমার সঙ্গে খেলে মাঠে তোমার কৃতিত্ব উদযাপন করতে পারতাম, তাহলে কত ভাল হত!’


প্রসঙ্গত, মীরপুরের শের–ই–বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলতে নেমেছেন ৩৮ বছর বয়সি মুশফিকুর। ৯৯টি টেস্টে রান সংখ্যা ৬৩৫১। সর্বোচ্চ ২১৯। ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের উইকেটকিপারের। অন্যদিকে সাকিব খেলেছেন ৭১টি টেস্ট। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন সাকিব। গত বছর শেখ হাসিনার পতনের পর আর দেশে ফিরতে পারেননি আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ। শেষ টেস্ট ঘরের মাটিতে ইচ্ছা থাকলেও তা আর পূরণ হয়নি। আর তাই সতীর্থকে আবেগঘন বার্তা পাঠালেন।