আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবেন শাকিব আল হাসান। তাঁকে নিয়ে কোনও সংশয় নেই বলেই মনে করেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়ে আঙুলে চোট পেয়েছিলেন শাকিব। সেই চোট কতটা গুরুতর? শুক্রবার থেকে কানপুরে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। তার আগে বাংলাদেশ কোচের কাছে শাকিবের চোটের আপডেট সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে জানান, শাকিবের চোটের ব্যাপারে তাঁর কিছু জানা নেই। 

চেন্নাইয়ে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের  চোট নিয়ে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, বোলিংয়ের সময়ে আঙুলে চোট পান শাকিব। পরে ব্যাটিংয়ের সময়েও আঘাত পান তিনি। বাংলাদেশের ফিজিওর পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কানপুর টেস্টে শাকিবকে রাখা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। 

দ্বিতীয় টেস্টে শাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে কিনা, সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় হাথুরুসিংহেকে। প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ বলেন, ''শাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনও অনিশ্চয়তা নেই। ফিজিও অথবা কারও কাছ থেকে আমি কিছুই শুনিনি।'' 

শাকিব অবশ্য প্রথম টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দ্বিতীয় টেস্টে শাকিব কী করেন সেটাই দেখার।