আজকাল ওয়েবডেস্ক: করাচিতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আগ্রাসী আচরণের জন্য পাকিস্তানের তিন ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল এবং কামরান গুলামকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের শাস্তির মুখে পড়তে হল। আইসিসি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিন ক্রিকেটার আইসিসির কোড অব কন্ডাক্টের একাধিক লেভেল ১ বিধি লঙ্ঘন করেছেন। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ৩৫৩ রান তাড়া করে ছ’উইকেটে জয় লাভ করে।

 

৯১ রানে ৩ উইকেট হারিয়েও অধিনায়ক মহম্মদ রিজওয়ান এবং সহ-অধিনায়ক সালমান আলি আগা দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে ফাইনালে পৌঁছে দেন। তবে ম্যাচ চলাকালীন শাহিন আফ্রিদি ও দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিটস্কের মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ম্যাচের প্রথম ইনিংসের ২৮তম ওভারে ব্রিটস্কে যখন নন-স্ট্রাইকার এন্ডের দিকে রান নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন, তখন শাহিন তাঁর পথ আটকে দেন। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরিস্থিতি ক্রমশ গরম হয়ে ওঠে, তবে আম্পায়াররা দ্রুত হস্তক্ষেপ করে তাঁদের আলাদা করেন। এই ঘটনার জন্য শাহিন আফ্রিদিকে তাঁর ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

 

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘পেসার শাহিন শাহ আফ্রিদিকে কোডের ২.১২ ধারা লঙ্ঘনের দায়ে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকের সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংযোগ স্থাপনের বিষয়ে প্রযোজ্য। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার রান-আউটের পর অতিরিক্ত আগ্রাসী উদযাপনের জন্য সউদ শাকিল এবং সাবস্টিটিউট ফিল্ডার কামরান গুলামকেও ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। ২৯তম ওভারে রান-আউটের পর তাঁরা বাভুমার খুব কাছাকাছি গিয়ে উদযাপন করেন, যা প্রতিপক্ষ খেলোয়াড়কে উস্কানি দিতে পারে বলে জানানো হয়েছে আইসিসির তরফে। শাহিন আফ্রিদি, সউদ শাকিল ও কামরান গুলামের বিরুদ্ধে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে বলেও জানানো হয়েছে।