আজকাল ওয়েবডেস্ক: থানায় বসে স্বামী দীপক হুডাকে মারধর করছেন স্ত্রী স্বাতী বোরা, এই ভিডিও দিনকয়েক আগে  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

এবার কবাডি খেলোয়াড় এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত দীপক হুডার বিরুদ্ধে আরও বড় অভিযোগ আনলেন স্ত্রী স্বাতী। তিনি নিজেও বক্সিংয়ে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন।  বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এর মধ্যেই স্বাতী বললেন, ''পুরুষরাই ওকে পছন্দ করে। পুরুষদের সঙ্গেই ওর মাখামাখি বেশি।'' 

এই মন্তব্য নিয়ে সরগরম দেশের ক্রীড়ামহল। স্বাতীর এহেন মন্তব্যে অন্য গন্ধ পাচ্ছেন অনেকে। স্বাতী হুমকি দিয়ে বলছেন, সব ফাঁস করে দেবেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় স্বাতী বলছেন, ''আমি এতকিছু বলতাম না। পুরুষরা ওকে পছন্দ করে। পুরুষদের সঙ্গেই ওর ঘনিষ্ঠতা। ওর সব ভিডিও আমি দেখেছি। আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। পুরুষদের সঙ্গে ওকে ঘনিষ্ঠ হতে দেখেছি। এই সব কথা বলতে আমি চাইছিলাম না। কিন্তু বাধ্য হয়েই বলছি। আমার কাছে সব ভিডিও আছে। আর ওই ভিডিও আমি সর্বসমক্ষে আনব। আমাকে কী কী করতে বাধ্য করত, তাও আমি প্রকাশ্যে আনব। আমি সহজ পথে ডিভোর্স পেতে চেয়েছিলাম। কিন্তু এই লোকটা আমাকে বাধ্য করছে। নিজের মা-বাবাকেও যা বলা যায় না, সেটা আজ আমি সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হচ্ছি।'' 

?ref_src=twsrc%5Etfw">March 25, 2025

 

স্বাতী বোরার এহেন ভিডিও পোস্ট দেখার পরে সবাই দেশের ক্রীড়ামহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দিনকয়েক আগে স্বাতীকেই উগ্র মূর্তি ধারণ করতে দেখেছিল গোটা দেশ। এবার আবার তাঁর বিস্ফোরণ। 

হরিয়ানার হিসারে এক থানায় স্বাতী আক্রমণ করেন তাঁর স্বামীকে। স্বাতীর দাবি, যৌতুকের দাবিতে তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করেন স্বামী। ভিডিওয় দেখা গিয়েছে, থানায় বসে থাকাকালীন আচমকাই স্বামীর উপর হামলে পড়েছেন স্বাতী। গলায় আঘাত করছেন। পরিবারের সদস্যরা দু’‌জনকে ছাড়িয়ে নিয়ে গেলেও দু’‌জনের মধ্যে তর্কাতর্কি হয় প্রচুর। 

 

?ref_src=twsrc%5Etfw">March 25, 2025

সেই স্বাতীই এবার সোশ্যাল মিডিয়ায় অন্য অভিযোগ আনলেন। জানিয়ে দিলেন, পুরুষরাই তাঁর স্বামীকে পছন্দ করেন। স্বাতীর এহেন মন্তব্যের অর্থ অন্য। তা ধরতেই পেরেই রীতিমতো চর্চিত স্বাতী ও দীপকের বৈবাহিক জীবন।