আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর ভারতের অলিম্পিক দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোড়া গোল করেন হরমনপ্রীত সিং। ম্যাচ শেষে হকি খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে সরাসরি ফোন করেন নরেন্দ্র মোদি। কথা বলেন অধিনায়ক হরমনপ্রীত সিং এবং পিআর শ্রীজেশের সঙ্গে। ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন হকি দলের গোলকিপার। ফোনে কথা বলার সময় হরমনপ্রীতকে সরপঞ্চ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। প্যারিস অলিম্পিকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন হরমনপ্রীত। করেন ১০ গোল। তারমধ্যে ফাইনালের দুটো গুরুত্বপূর্ণ গোল রয়েছে। তাই হরমনপ্রীতকে আদর করে সরপঞ্চ ডাকা হচ্ছে। এবার দেশের প্রধানমন্ত্রীও সেই নামেই ডাকলেন অধিনায়ককে। অবসর ঘোষণা করা শ্রীজেশকে ভবিষ্যতের হকি তারকা তৈরি করার দায়িত্ব নিতে বলেন মোদি। 

প্যারিস অলিম্পিকে এটা ভারতের চতুর্থ ব্রোঞ্জ। টোকিওর পর প্যারিসেও রুপো জিতল ভারতীয় হকি দল। ১৯৮০ সালে শেষবার সোনা এসেছিল। মঙ্গলবার সেমিফাইনালে জার্মানির কাছে হারায় সোনা বা রুপো হাতছাড়া হয় হরমনপ্রীতদের। তবে পদক খোয়ায়নি ভারতীয় হকি দল। স্পেনের বিরুদ্ধে ১০ সাক্ষাতের মধ্যে সাতটিই জিতেছিল ভারত। ম্যাচের ১৮ মিনিটে পিছিয়ে পড়ে ভারতীয় দল। তবে ক্রমাগত প্রেস করতে থাকে। প্রথমার্ধের বিরতির কয়েক মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান হরমনপ্রীত। ব্রেকের তিন মিনিট পরে আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।