আজকাল ওয়েবডেস্ক: রনজি শুরুর আগেই মুম্বই শিবিরে ধাক্কা। প্রথম দুটো ম্যাচে খেলতে পারবেন না স্টার ব্যাটার সরফরাজ খান। গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের রনজি অভিযান শুরু হচ্ছে ১১ অক্টোবর বরোদার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে।
ইরানি ট্রফিতে অপরাজিত ২২২ রানের ইনিংস খেলেছিলেন সরফরাজ। জানা গেছে, তিনি রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কিন্তু কেন তা জানা যায়নি। মুম্বইয়ের নির্বাচকরা প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছেন। বরোদা ছাড়াও ১৮ অক্টোবর মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। ওই দুটি ম্যাচের জন্যই দল ঘোষণা করা হয়েছে। যে দলে নেই সরফরাজ।
এদিকে বেঙ্গালুরুতে ভারত–নিউজিল্যান্ড টেস্ট শুরু হচ্ছে ১৬ অক্টোবর। সরফরাজ সম্ভবত সেই দলে থাকবেন। সূত্রের খবর, তাই রনজির দলে রাখা হয়নি সরফরাজকে।
এদিকে, ইরানি কাপ জয়ের জন্য মুম্বই ক্রিকেট সংস্থার তরফে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে। আর বোর্ডের তরফে দেওয়া হয়েছে ৫০ লক্ষ টাকা। ২৭ বছর পর রাহানের নেতৃত্বে ফের ইরানি জিতল মুম্বই।
