আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অদ্ভুত রেকর্ড সৃষ্টি করলেন সরফরাজ খান। একই টেস্টের দুই ইনিংসে শূন্য এবং ১৫০ রানের নজির গড়লেন ভারতের উঠতি তারকা। এর ফলে মাধব আপতে এবং নয়ন মোঙ্গিয়ার তালিকায় প্রবেশ করলেন সরফরাজ। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে অনবদ্য প্রত্যাবর্তন। ১৯৫ বলে ১৫০ রান করেন। ইনিংসে ছিল ৩টি ছক্কা এবং ১৮টি চার। তাঁর এই রান টেস্ট ক্রিকেটের দলে জায়গা আরও মজবুত করবে। শুভমন গিল ম্যাচের আগের দিন চোট পাওয়ায় কপাল খুলে যায় সরফরাজের। বেঙ্গালুরু টেস্টে সুযোগ পান। তার পূর্ণ ফায়দা তোলেন। মাত্র চতুর্থ টেস্টে আরও একবার নিজের জাতের পরিচয় দিলেন।
তৃতীয় দিনের শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন সরফরাজ। আগের দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শনিবার শুরু করেন তরুণ ব্যাটার। শতরান সম্পূর্ণ করেন। শেষমেষ ১৫০ রানে আউট হন। সরফরাজের ব্যাটে ভর করেই ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। তাঁকে যোগ্য সঙ্গত দেন ঋষভ পন্থ। মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া করেন। এর আগে দুই ভারতীয় ক্রিকেটার দুই ইনিংসে ০ এবং ১৫০ রান করার রেকর্ড রয়েছে। ১৯৫৩ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ০ এবং অপরাজিত ১৬৩ রান করেছিলেন মাধব আপতে। ১৯৯৬ সালে দিল্লিতে ১৫২ এবং ০ রান করেন নয়ন মোঙ্গিয়া। তারপরই তৃতীয় স্থানে সরফরাজ। তাঁর এই ইনিংসে দেখিয়ে দিলেন ব্যর্থতার পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। পাশাপাশি দলের কঠিন সময় চাপ সামলে লড়াই করার মানসিকতাও প্রকাশ পায়।
