আজকাল ওয়েবডেস্ক: ২০১৭ সালে সরফরাজ খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। দ্য ওভালে বিরাট কোহলির ভারতীয় দলকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রিন আর্মি। আট বছর আগের স্মৃতি রোমন্থন করলেন প্রাক্তন পাক অধিনায়ক। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। প্রথম ম্যাচেই ভারতের কাছে বড় ব্যবধানে হারে। সেই জায়গা থেকে সিনিয়রদের সাহায্যে দুরন্ত প্রত্যাবর্তন করে পাকিস্তান। বিশ্বকাপে আধিপত্য বিস্তার করে ভারত। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩-২ এ এগিয়ে পাকিস্তান। আট বছর আগের দলের সঙ্গে তুলনা টানলেন সরফরাজ। তিনি মনে করেন, শোয়েব মালিক, মহম্মদ হাফিজরা যেভাবে পাকিস্তানের প্রত্যাবর্তনে সাহায্য করেছিল, বর্তমান দলেও সেটাই দরকার। সরফরাজ বলেন, 'ভারতের কাছে প্রথম ম্যাচ হারার পর আমাদের টিম মিটিং ফলপ্রসূ হয়। শোয়েব মালিক, মহম্মদ হাফিজের মতো সিনিয়ররা সাহায্য করে। এইধরনের চরিত্র দলে দরকার। সেদিন থেকে আমাদের মাইন্ডসেট বদলে যায়। দলে কয়েকটা বদল আনায় আমাদের আত্মবিশ্বাস বাড়ে।' 

পরপর দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। ফকর জমানের সংযোজন ওপেনিংয়ে আরও ভরসা জোগায়। তাঁর আগ্রাসী ব্যাটিং দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করে। সরফরাজ বলেন, 'আমরা সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলি। আমাদের বোলাররা অসাধারণ বল করে। তারপর ফাইনালে আমাদের মুখোমুখি হয় ভারত। আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম। আমরা উচ্চমানের ক্রিকেট খেলছিলাম। ফাইনালের আগে আমি প্লেয়ারদের ফুরফুরে মেজাজে থাকতে বলি। আমরা জানতাম কয়েকটা সেরা দলকে আমরা হারিয়েছি। তাই ভারত আমাদের কাছে নতুন কিছুই না। আগের রেজাল্ট ভুলে ১০০ শতাংশ দিতে বলি ছেলেদের। বাকিটা ইতিহাস। জয়টা কথায় ব্যাখ্যা করতে পারব না।' এবারও দলের থেকে তেমনই পারফরমেন্স আশা করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ১৯ ফেব্রুয়ারি করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে পাকিস্তান। পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।