আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালস কি এবার ছাড়তে চলেছেন সঞ্জু স্যামসন? নতুন ঠিকানা কি চেন্নাই সুপার কিংস?
রাজস্থান রয়্যালসের অধিনায়ক তাঁর স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেই ছবি নিয়েই যত জল্পনা। যত চর্চা। ক্যাপশন হিসেবে স্যামসন লিখেছেন, ''টাইম টু মুভ।''
রাস্তার হলুদ লাইন দেখেই জল্পনা শুরু হয়ে যায়। ভক্তরা বলতে থাকেন, ''মনে হচ্ছে সঞ্জু হয়তো রাজস্থা রয়্যালস ছেড়ে সিএসকে-তে যোগ দিচ্ছে।'' এক ভক্ত লিখেছেন, ''আমি আগেই বলেছিলাম সঞ্জু সিএসকে যাচ্ছে।''
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sanju V Samson (@imsanjusamson)
তবে সিএসকে যদি মনে করে তারা সঞ্জুকে দলে নেবে, তাহলে ট্রেডের মাধ্যমে তা করতে হবে। সিএসকে ২০২৬ সালের মিনি নিলামে স্যামসনকে সই করাতে পারে। রাজস্থান রয়্যালস যদি সঞ্জুকে ছেড়ে দেয়, কেবলমাত্র তাহলেই তা সম্ভব। সিএসকে-র বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন সঞ্জু স্যামসন। ২০১২ সালের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন স্যামসন। সেই বছর কেকেআরের হয়ে অভিষেক ঘটেনি তাঁর। ২০১৩ সালে সঞ্জু স্যামসন সই করেন রাজস্থান রয়্যালসে। ২০১৫ পর্যন্ত রাজস্থানে ছিলেন সঞ্জু। ২০১৬ এবং ২০১৭ সালে কেরলের এই তারকা ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। ২০১৮ সালের মেগা নিলামে স্যামসন-কে ফের সই করায় রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। সেই সঞ্জু স্যামসনকে কি শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে? সময় এর উত্তর দেবে।