আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে প্রথম একাদশে জায়গা হবে না সঞ্জু স্যামসনেরশুভমন গিলের অন্তর্ভুক্তিতে উইকেটকিপার ব্যাটারের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা শেষ। এমনই দাবি করেছিলেন আকাশ চোপড়া

এশিয়া কাপের আগে সঞ্জু স্যামসন কিন্তু হতাশই করলেন। কেরল ক্রিকেট লিগে স্যামসন ৬ নম্বরে ব্যাট করতে নামেন। কিন্তু সেই ম্যাচে সঞ্জু স্যামসন ২২ বলে ১৩ রান করেন। তাঁর ভক্ত এবং সতীর্থরা হতাশ হন।

কেরালা লিগে ম্যাচটা ছিল কোচি ব্লু টাইগার্স বনাম আলেপ্পি রিপলসের মধ্যে। সঞ্জু ৬ নম্বরে ব্যাট করতে নামেন। গিল এশিয়া কাপের দলে সুযোগ পাওয়ায় তিনিই হয়তো ওপেন করতে নামবেন। সেক্ষেত্রে মিডল অর্ডারে ব্যাট করতে নামবেন সঞ্জু। সেই কারণেই কেরালা লিগে 'নম্বরে নেমে পড়েছিলেন। কোচির হয়ে সঞ্জুর ব্যাট চলল না। তবে এখনও ৬টি ম্যাচ সঞ্জু পাবেন। সেই ম্যাচগুলোয় মিডল অর্ডারে নেমে কী করতে পারেন সেটাই দেখার।

আরও পড়ুন: শেষ হল পূজারার ক্রিকেট পুজো, সব ধরনের ফরম্যাট থেকে ব্যাট-প্যাড তুলে রাখলেন তারকা ক্রিকেটার...

সঞ্জু ৪২ টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ৮৬১ রান করেছেন। তার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও দুটি পঞ্চাশ। গত বছর থেকে ওপেনার হিসেবে নেমে নতুন জীবন যেন পেয়েছেন সঞ্জুএদিকে সঞ্জু প্রসঙ্গে আকাশ চোপড়া বলেছেন, ''অল ফরম্যাট অধিনায়কের সঠিক দিশায় এগোচ্ছে টিম ইন্ডিয়াশুভমন গিলের প্রত্যাবর্তনে সঞ্জু স্যামসনের ভাগ্য লিখন হয়ে গিয়েছে। ও প্রথম একাদশে জায়গা পাবে না। তিলক বর্মা বা হার্দিক পাণ্ডিয়াকে নিশ্চয়ই বাইরে রাখা হবে না। যার অর্থ স্যামসনকেই বসতে হবে। সুযোগ পাবে জিতেশ শর্মা। এই নির্বাচন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্যক্তি বিশেষের ওপর ব্যাটিং স্লট নির্ভর করছে। গিল সহ অধিনায়ক হওয়ায়, ও অবশ্যই খেলবে, এবং ব্যাটিং ওপেন করবে। এটাই সঞ্জুকে প্রথম একাদশের বাইরে করে দিচ্ছে''

গিলকে সহ অধিনায়ক করায়, স্যামসনের টি-২০ ভবিষ্যৎ নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠছে। দলে থাকলেও তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। এই জল্পনা আরও বেড়েছে মুখ্য নির্বাচক একটি নির্দিষ্ট অর্ডারে নাম ঘোষণা করায়স্যামসনের আগে শুভমন গিল এবং জীতেশ শর্মার নাম ঘোষণা করা হয়। শেষের দিকে সঞ্জু এবং রিঙ্কুর নাম ডাকা হয়। তাতেই মনে করা হচ্ছে অভিষেক শর্মার সঙ্গে গিল ওপেন করবে। উইকেটকিপার এবং ফিনিশারের ভূমিকায় থাকবে জীতেশমিডল অর্ডারে তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেলরিঙ্কুর পরিবর্তে জীতেশকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর। বর্তমানে সঞ্জুর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম একাদশে জায়গা নিঃসন্দেহে নড়বড়ে। তবে সঞ্জু নির্বাচকদের দেখিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকটা ম্যাচ হাতে পাচ্ছেন। সেই ম্যাচগুলোয় রান করলে ভাবনাচিন্তা অন্যরকম হলেও হতে পারে। সব ভুলে তারকা কিপার-ব্যাটারকে কেরালা লিগে ভাল রান করতে হবে।  

আরও পড়ুন: বিষাক্ত বলের দংশনে শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেধেছিল, দেননি নিজের উইকেট, দেশ যেন না ভোলে পূজারাকে