আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে প্রথম একাদশে জায়গা হবে না সঞ্জু স্যামসনের। শুভমন গিলের অন্তর্ভুক্তিতে উইকেটকিপার ব্যাটারের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা শেষ। এমনই দাবি আকাশ চোপড়ার। গিলকে ভবিষ্যতের অল ফরম্যাট অধিনায়ক ভাবা হচ্ছে। সেই সিদ্ধান্তকে সমর্থন করেন ভারতের প্রাক্তনী। চোপড়া বলেন, 'অল ফরম্যাট অধিনায়কের সঠিক দিশায় এগোচ্ছে টিম ইন্ডিয়া। শুভমন গিলের প্রত্যাবর্তনে সঞ্জু স্যামসনের ভাগ্য লিখন হয়ে গিয়েছে। ও প্রথম একাদশে জায়গা পাবে না। তিলক বর্মা বা হার্দিক পাণ্ডিয়াকে নিশ্চয়ই বাইরে রাখা হবে না। যার অর্থ স্যামসনকেই বসতে হবে। সুযোগ পাবে জিতেশ শর্মা। এই নির্বাচন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্যক্তি বিশেষের ওপর ব্যাটিং স্লট নির্ভর করছে। গিল সহ অধিনায়ক হওয়ায়, ও অবশ্যই খেলবে, এবং ব্যাটিং ওপেন করবে। এটাই সঞ্জুকে প্রথম একাদশের বাইরে করে দিচ্ছে।' 

গিলকে সহ অধিনায়ক করায়, স্যামসনের টি-২০ ভবিষ্যৎ নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠছে। দলে থাকলেও তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। এই জল্পনা আরও বেড়েছে মুখ্য নির্বাচক একটি নির্দিষ্ট অর্ডারে নাম ঘোষণা করায়। স্যামসনের আগে শুভমন গিল এবং জীতেশ শর্মার নাম ঘোষণা করা হয়। শেষের দিকে সঞ্জু এবং রিঙ্কুর নাম ডাকা হয়। তাতেই মনে করা হচ্ছে অভিষেক শর্মার সঙ্গে গিল ওপেন করবে। উইকেটকিপার এবং ফিনিশারের ভূমিকায় থাকবে জীতেশ। মিডল অর্ডারে তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেল। রিঙ্কুর পরিবর্তে জীতেশকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি আগরকর। জানান, দল দুবাইয়ে পৌঁছনোর পর প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে কোচ এবং অধিনায়ক। আগরকর বলেন, 'অধিনায়ক এবং কোচ চূড়ান্ত দল নিয়ে সিদ্ধান্ত নেবে। দুবাইয়ে পৌঁছনোর পর ছবিটা আরও পরিষ্কার হবে। বিকল্প আরও বেড়েছে। গত কয়েক মাস শুভমন দারুণ ফর্মে আছে। সঞ্জুও তাই। অভিষেকের সঙ্গে দুটো ভাল বিকল্প রয়েছে।' 

জীতেশ‌ শর্মার প্রশংসা করেন সূর্যকুমার যাদব। জানান, গত কয়েক বছরে ব্যাটার হিসেবে উন্নতি করেছেন তিনি। সূর্য বলেন, 'টি-২০ বিশ্বকাপের পর আমরা এই বিষয়ে প্রচুর আলোচনা করেছি। আমরা ঠিক করি, মাইলস্টোন নিয়ে ভাবব না। যাত্রা উপভোগ করব। তারপর থেকে ও সম্পূর্ণ একজন ভিন্ন ক্রিকেটার। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের মাধ্যমে আবার নিজের জায়গা দখল করে নিয়েছে।' হর্ষিত রানার সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে। কিন্তু কেকেআরের পেসারের ধারাবাহিকতার কথা তুলে ধরেন সূর্য। বলেন, 'ও আইপিএলে ভাল খেলেছে। পুনেতে কনকাশন সাবস্টিটিউট হিসেবে নেমে ম্যাচের সেরা হয়। আমরা জানি ও ডেলিভার করতে পারবে।' সঞ্জুকে নিয়ে মুখ্য নির্বাচক এবং অধিনায়ক মিশ্র প্রতিক্রিয়া জানান। বর্তমানে তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে না। তবে প্রথম একাদশে জায়গা নিঃসন্দেহে নড়বড়ে।