আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল চর্চা চলছে। তারমধ্যে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। খবরের শিরোনামে সঞ্জু স্যামসন। এশিয়া কাপের প্রথম ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেন শুভমন গিল। ব্যাট হাতে নামতে হয়নি সঞ্জুকে। কিন্তু পাকিস্তান ম্যাচে নামতে হতে পারে। আগে কখনও পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করেননি ভারতীয় উইকেটকিপার ব্যাটার।‌ কিন্তু দলের স্বার্থে মিডল অর্ডারে নামতে তৈরি সঞ্জু। জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ। সীতাংশু কোটাক বলেন, 'সঞ্জু ৫-৬ নম্বরে ব্যাট করেনি। কিন্তু ও চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।' দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে টিম ইন্ডিয়ার ট্রেনিং চলাকালীন মাঠের ধারে সাংবাদিকদের এমনই জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ।

বেশ কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল, এশিয়া কাপে নতুন ভূমিকায় দেখা যেতে পারে সঞ্জুকে। তেমনই প্রস্তুতি নিচ্ছিলেন উইকেটকিপার ব্যাটার। এক বছর পর শুভমন গিল টি-২০ দলে ফেরায়, ইনিংস ওপেন করার সম্ভাবনা নেই সঞ্জুর। তবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। দুবাই এবং আবু ধাবিতে ব্যাটিং পজিশন বদলে যাচ্ছে। নতুন ভূমিকার সঙ্গে মানিয়ে নেওয়ার ইঙ্গিত দেন তারকা ক্রিকেটার। কেরল ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগার্সের হয়ে ওপেন করার কথা ছিল সঞ্জুর। কিন্তু মিডল অর্ডারে ব্যাট করার ইচ্ছাপ্রকাশ করেন। পাঁচ নম্বরে নামেন। যদিও আদানি ত্রিভানদ্রাম রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু তাঁর সিদ্ধান্ত বলে দিচ্ছে, নতুন ভূমিকায় মানিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলেন। 

টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশ নিয়ে কোনও মন্তব্য করেনি। পাকিস্তান ম্যাচে কি খেলবেন অর্শদীপ? কোটাক বলেন, 'উইকেট দেখার পর প্রথম একাদশ ঠিক করা হবে। আলাদা কোনও এজেন্ডা নেই। ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় নেই। ১৫ জনই খেলার মতো জায়গায় আছে। কোচ এবং অধিনায়ক কী চায় তারওপর নির্ভর করবে।' হাইভোল্টেজ পাকিস্তান ম্যাচ নিয়ে কোটাক বলেন, 'আমরা এখানে খেলতে এসেছি। আমরা প্রতিযোগিতামূলক আচরণ নিয়ে নামব।' 

ব্যাটিং লাইন আপ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। জানান, শুধু ওপেনারদের জায়গা নিশ্চিত। বাকিদের যেকোনো পজিশনে ব্যাট করতে হতে পারে। কোটাক বলেন, 'ওপেনাররা ছাড়া বাকি ব্যাটারদের পজিশন নিশ্চিত নেই। সবাই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। শিবম দুবে চার ওভার বল করতে পারে। দলে একাধিক ফিনিশার রয়েছে। শিবম, হার্দিক, অক্ষর আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে। দলে তিন-চারজন রয়েছে যারা ম্যাচ শেষ করে দিতে পারে।' ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও স্পষ্ট বার্তা দেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ। কোটাক বলেন, 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বোলারদের জন্য, ব্যাটারদের জন্য নয়। ব্যাটাররা যদি ব্রেক নিতে চায়, তবেই আমরা ওদের বিরতি দিই।' ৯ উইকেটে দাপুটে জয়ের পর পাকিস্তান ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। ফেভারিট হিসেবেই নামবে ভারত।