আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে নতুন ভূমিকায় দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। তেমনই প্রস্তুতি নিচ্ছেন উইকেটকিপার ব্যাটার। এক বছর পর শুভমন গিল টি-২০ দলে ফেরায়, ইনিংস ওপেন করার সম্ভাবনা নেই সঞ্জুর। তবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি। দুবাই এবং আবু ধাবিতে ব্যাটিং পজিশন বদলাতে পারে তাঁর। নতুন ভূমিকায় সঙ্গে মানিয়ে নেওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই দেন তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার কেরল ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগার্সের হয়ে ওপেন করার কথা ছিল সঞ্জুর। কিন্তু মিডল অর্ডারে ব্যাট করার ইচ্ছাপ্রকাশ করেন। পাঁচ নম্বরে নামেন। যদিও আদানি ত্রিভানদ্রাম রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু তাঁর সিদ্ধান্ত বলে দিচ্ছে, নতুন ভূমিকায় মানিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি।
এশিয়া কাপে অভিষেক শর্মার সঙ্গে শুভমন গিলকে ওপেন করতে দেখা যাবে। যার ফলে সঞ্জুকে মিডল অর্ডারে নামতে হবে। এর আগে তিন নম্বরে নেমে সফল হন। কিন্তু ওয়ান ডাউন স্পট তিলক বর্মার দখলে। যার ফলে পাঁচ বা ছয় নম্বরে নামতে হতে পারে সঞ্জুকে। শুভমন গিলের ওপেন করার বিষয়ে সায় রয়েছে প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানের। জানান, স্যামসন আত্মবিশ্বাসী এবং নির্ভরযোগ্য প্লেয়ার হলেও, দলে ভারসাম্য রাখতে অন্য কাউকে দিয়ে ওপেন করানো হতে পারে। তিনিও অভিষেকের সঙ্গে শুভমনের ওপেনিং জুটি দেখতে চান। তবে পাশাপাশি স্যামসনের দলে উপকারিতার কথা বলেন।
প্রসঙ্গত, শুভমন গিলের সংযোজনে সঞ্জুর দলে জায়গা পাওয়া নিয়ে যে সমস্যা হবে সেটা প্রথম জানান আকাশ চোপড়া। তিনি মনে করেন, দল থেকে বাদ পড়বেন উইকেটকিপার ব্যাটার। জানান, এশিয়া কাপে প্রথম একাদশে জায়গা হবে না সঞ্জু স্যামসনের। গিলের অন্তর্ভুক্তিতে উইকেটকিপার ব্যাটারের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা শেষ। এমনই দাবি করেন আকাশ চোপড়া। গিলকে ভবিষ্যতের অল ফরম্যাট অধিনায়ক ভাবা হচ্ছে। সেই সিদ্ধান্তকে সমর্থন করেন ভারতের প্রাক্তনী। চোপড়া বলেন, 'অল ফরম্যাট অধিনায়কের সঠিক দিশায় এগোচ্ছে টিম ইন্ডিয়া। শুভমন গিলের প্রত্যাবর্তনে সঞ্জু স্যামসনের ভাগ্য লিখন হয়ে গিয়েছে। ও প্রথম একাদশে জায়গা পাবে না। তিলক বর্মা বা হার্দিক পাণ্ডিয়াকে নিশ্চয়ই বাইরে রাখা হবে না। যার অর্থ স্যামসনকেই বসতে হবে। সুযোগ পাবে জিতেশ শর্মা। এই নির্বাচন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্যক্তি বিশেষের ওপর ব্যাটিং স্লট নির্ভর করছে। গিল সহ অধিনায়ক হওয়ায়, ও অবশ্যই খেলবে, এবং ব্যাটিং ওপেন করবে। এটাই সঞ্জুকে প্রথম একাদশের বাইরে করে দিচ্ছে।' জল্পনা আরও বাড়ে মুখ্য নির্বাচক একটি নির্দিষ্ট অর্ডারে নাম ঘোষণা করায়। স্যামসনের আগে শুভমন গিল এবং জীতেশ শর্মার নাম ঘোষণা করা হয়। শেষের দিকে সঞ্জু এবং রিঙ্কুর নাম ডাকা হয়। তাতেই মনে করা হয় অভিষেক শর্মার সঙ্গে গিল ওপেন করবে। উইকেটকিপার এবং ফিনিশারের ভূমিকায় থাকবে জীতেশ। কিন্তু কেরল লিগে স্যামসনের নতুন ব্যাটিং পজিশন অন্য ইঙ্গিত দিল।
