আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির মেলবোর্ন টেস্ট থেকে সংবাদ শিরোনামে অস্ট্রেলিয়ার নতুন ওপেনার স্যাম কনস্টাস। বক্সিং ডে টেস্টে প্রথমে বিরাট কোহলির সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তিনি। ম্যাচ ফি কাটা যায় বিরাটের। কিন্তু ভরা স্টেডিয়ামে পরবর্তীতে কনস্টাস দর্শকদের সমর্থন আদায় করে নেন। ম্যাচ চলাকালীন মাঝে মাঝে কোহলির অভিনয় নকল করতেও দেখা যায়। তবে সিডনি টেস্টে ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরার সঙ্গে একটি বচসায় জড়িয়ে কনস্টাস সীমা ছাড়ান। দিনের খেলা শেষ হওয়ার আগে বিতর্ক হয় বুমরার সঙ্গে।
উসমান খোয়াজার সময় নষ্ট করার কৌশল নিয়ে বুমরা অসন্তুষ্ট হন। তখন কনস্টাসের হস্তক্ষেপ বুমরাহকে আরও ক্ষুব্ধ করে তোলে। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং অধিনায়ক প্যাট কামিন্স কনস্টাসকে সমর্থন করলেও, দুই দলের প্রাক্তন ক্রিকেটাররা এই ঘটনায় কনস্টাসের সমালোচনা করেন। তবে বিজিটি শেষের পর নিজের ভুল স্বীকার করেছেন কনস্টাস। তিনি বলেন, ‘ওটা আমার ভুল ছিল। উজি হয়তো কিছুটা সময় ব্যয় করার চেষ্টা করছিল। দুর্ভাগ্যবশত, ও আউট হয়ে গেল। তবে এটাই ক্রিকেট। বুমরাকে কৃতিত্ব দিতেই হবে। ও দারুণ বল করেছে। তবে দলের পারফরম্যান্স ছিল অসাধারণ’।
প্রসঙ্গত, চার ইনিংসে ১১৩ রান এবং ডেবিউ ইনিংসে একটি অর্ধশতক হাঁকিয়ে কনস্টাস নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। বিশেষত, মেলবোর্ন টেস্টে সিরিজের সেরা বোলার বুমরার বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক খেলা দর্শকদের মুগ্ধ করে। তবে সিরিজের শেষ ম্যাচে লড়াইটি আর দেখা যায়নি। পিঠের চোটের কারণে বোলিং করতে পারেননি বুমরা। কনস্টাসের পরবর্তী মিশন এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কার মাটিতে দু’ম্যাচের টেস্ট সিরিজ।
