আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত রতন টাটা। বুধবার রাতে মারা যান এই শিল্পপতি। বৃহস্পতিবার হবে তাঁর শেষকৃত্য। গোটা দেশ মূহ্যমান। এদিন নরিম্যান পয়েন্টে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই তাঁর মরদেহ সেখানে পৌঁছেছে। কিন্তু তার আগে টাটা হাউসে গিয়ে মানুষটিকে শেষ শ্রদ্ধা জানিয়ে এলেন শচীন তেন্ডুলকার। ইনস্টাগ্রামে শচীন একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে রতন টাটার সঙ্গে রয়েছেন তিনি। টাটা রয়েছেন বসে। আর তিনি পাশে দাঁড়িয়ে।
শচীন ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘তাঁর জীবন, তাঁর মৃত্যু। রতন টাটা দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আমি ভাগ্যবান তাঁর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরেছিলাম। কিন্তু কোটি কোটি ভারতবাসী যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে পারেননি, তারাও সমানভাবে শোকগ্রস্ত। এটাই রতন টাটার প্রভাব।’ তিনি আরও লিখেছেন, ‘পশুদের ভীষণ ভালবাসতেন তিনি। তিনিও দেখিয়েছিলেন, মানুষকে ভালবাসতে পারলেই প্রকৃত উন্নতি সম্ভব। রেস্ট ইন পিস মিস্টার টাটা। আপনি আমাদের মধ্যে সবসময় থাকবেন।’
বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়াবিদরাও শোকজ্ঞাপন করেছেন রতন টাটার প্রয়াণে।
